রাবি ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন যেভাবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নের আলোকে তিনটি ইউনিটে (এ, বি, সি) পরীক্ষায় অংশ নেবেন দেশের ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী।

এর আগে বহুনির্বাচনি প্রশ্নের পাশাপাশি লিখিত প্রশ্নের মাধ্যমে ভর্তি পরীক্ষার্থীদের মূল্যায়ন করেছিল বিশ্ববিদ্যালয়টি। তবে এবার নম্বর বণ্টনে কিছুটা পরিবর্তন এনে শুধু বহুনির্বাচনি প্রশ্নোত্তরের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

১০০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষায় প্রশ্নের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৮০টি। তিন শিফটে অনুষ্ঠিত ১ ঘন্টা সময়সীমার এই পরীক্ষায় পাশ নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। যেখানে প্রতিদিন তিনটি শিফটে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। তিনটি ইউনিটে যার মোট সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার।

নম্বর বণ্টন: ‘এ’ ইউনিট

এ- ইউনিট (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর প্রশ্নপত্রে ক, খ, গ ৩টি অংশ থাকবে। যেখানে-
ক. বাংলা- ৩০ নম্বর
খ. ইংরেজি- ৩০ নম্বর
গ. সাধারণ জ্ঞান- ৪০ নম্বর
মোট ১০০ নম্বর।

‘এ’ ইউনিট (মানবিক + বিভাগ পরিবর্তন)

১. বাংলা- ৩০ নাম্বার
২. ইংরেজি- ৩০ নাম্বার
৩. সাধারণ জ্ঞান- ৪০ নাম্বার।
মোট ১০০ নম্বর।

প্রাথমিক আবেদন থেকে ‘এ’ ইউনিটে ৪৫ হাজার (১৫,০০০ + ১৫,০০০ + ১৫,০০০) শিক্ষার্থী বাছাইয়ের পর মানবিক থেকে ৬০% এবং অন্য বিভাগ থেকে ৪০% শিক্ষার্থীর নির্ধারণ করা হবে।

নম্বর বণ্টন: ‘বি’ ইউনিট

‘বি’ ইউনিটে বাণিজ্য শাখা এবং অবাণিজ্য শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। শুধু বাণিজ্য শাখা থেকে পরীক্ষার্থীদের নম্বর বণ্টন-

১. ইংরেজি- ২৫ নাম্বার
২. আইসিটি- ১৫ নাম্বার।
৩. হিসাববিজ্ঞান- ২৫ নাম্বার
৪. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২৫ নাম্বার
৫. বাংলা- ১০ নাম্বার
মোট ১০০ নম্বর।

অ-বাণিজ্য শাখার শিক্ষার্থীদের নম্বর বণ্টন

১. ইংরেজি- ৩০ নাম্বার
২. বাংলা- ২০ নাম্বার।
৩. সাধারণ জ্ঞান- ২৫ নাম্বার।
৪. আইসিটি- ২৫ নাম্বার।
মোট ১০০ নম্বর।

বিঃদ্রঃ ব্যবসা প্রশাসন ইনিস্টিউট (আইবিএ) বহুনির্বাচনি পরীক্ষায় ইংরেজিতে ২৫-এর মধ্যে নূন্যতম ১০ এবং অ-বানিজ্য শাখায় ইংরেজি ৩০-এর মধ্যে নূন্যতম ১২ পেতে হবে।

প্রাথমিক আবেদন থেকে ‘এ’ ইউনিটে ৪৫ হাজার (১৫,০০০ + ১৫,০০০ + ১৫,০০০) শিক্ষার্থী বাছাইয়ের পর ব্যবসা থেকে ৬০% এবং অন্য বিভাগ থেকে ৪০% শিক্ষার্থীর নির্ধারণ করা হবে।

নম্বর বণ্টন: ‘সি’ ইউনিট

এই ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নম্বর বণ্টন

‘ক’ শাখার বাধ্যতামূলক অংশ: পাশ নম্বর- ২৫

১. পদার্থ ২৫টি প্রশ্ন
২. রসায়ন ২৫টি প্রশ্ন
৩. আইসিটি ৫টি প্রশ্ন

‘খ’ শাখা ঐচ্ছিক অংশ হতে যে কোন ১টি উত্তর করতে হবে। পাশ নম্বর ১০

১. গণিত ২৫টি প্রশ্ন
২. জীব বিজ্ঞান ২৫টি প্রশ্ন
৩. গণিত + জীব বিজ্ঞান ২ টি প্রশ্ন থাকবে।

(বিঃদ্রঃ যারা গনিত + জীব বিজ্ঞান উভয় থেকে উত্তর করবে তারা বিজ্ঞানের সকল বিভাগের জন্য বিবেচিত হবে।)

অ-বিজ্ঞান শিক্ষার্থীদের নম্বর বণ্টন

১. বাংলা ২৫টি প্রশ্ন
২. ইংরেজি ২৫টি প্রশ্ন
৩. সাধারণ জ্ঞান/ভূগোল/মনোবিজ্ঞান- ৩০টি প্রশ্ন.

(বিঃদ্রঃ সকল প্রশ্নের মান ১.২৫ করে মোট ৮০টি প্রশ্নে ১০০ নম্বর।)

প্রসঙ্গত, ৭ মার্চ থেকে অনলাইনে ২০২০-২১ সেশনের স্নতক প্রথম বর্ষের প্রাথমিক আবেদন শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। অনলাইনে ৫৫ টাকা পরিশোধের মাধ্যমে মানবিক, ব্যবসা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ না থাকায় শুধু সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। যেখানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা মোট জিপিএ-৭, ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের ৭.৫০ এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ-৮ থাকতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence