তিন দিনে ৫ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ PM
পাঁচ বিশ্ববিদ্যালয়ের লোগো

পাঁচ বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

চলতি বছর শেষ হতে আর ছয় দিন বাকি। এর মধ্যে আগামী তিন দিনের ব্যবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা। আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিনের ভর্তি পরীক্ষায় অংশ নেবে লাখো ভর্তিচ্ছু শিক্ষার্থী।    

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের পরীক্ষা হবে। একই দিন অনুষ্ঠিত হবে বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এতে বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং এবং অ্যাভিয়েশন, বিএসসি ইন এয়ারক্রাষ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন এয়ারক্রাফ্‌ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স) বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।  

এদিকে ২৭ ডিসেম্বর একদিনেই অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এটি বিজ্ঞানের বিষয়ে না হওয়ায় শিক্ষার্থীরা তেমন সমস্যায় পড়বেন না। তবে এদিন সকাল ১০টা থেকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের প্রথম পর্বের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা। 

শিক্ষার্থীরা বলছেন, সকালে এমআইএসটির পরীক্ষা দিয়ে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেওয়া অনেকের পক্ষেই কঠিন হবে।

পরদিন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ইউনিটের ভর্তি পরীক্ষা। এদিন সকাল ৯টা থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত দুই শিফটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ এর পরীক্ষা। এছাড়া ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র ভর্তি পরীক্ষা। এদিন সকাল ১০টা ২৫ মিনিটে ঘণ্টাব্যাপী প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ১১টা ৫০ মিনিটে শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ৫০ মিনিটে। এর তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১টা ৫০ থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত। 

একই দিন বেলা ৩টা থেকে এমআইএসটি’র ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা ২৭ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঢাবি কর্তৃপক্ষের অনুরোধে পরীক্ষা একদিন পেছানো হয়।  

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে পরীক্ষার নতুন তারিখ ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়।  

বিইউপির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, দ্বিতীয় ঢাকা
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9