প্রকৌশল গুচ্ছ থেকে বের হলো কুয়েট, ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা

১৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কুয়েট

কুয়েট © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় আর থাকছে না খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এবার আলাদাভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১১ জানুয়ারি কুয়েটের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি. আর্ক কোর্সের ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে মুক্তহস্ত অংকন দুপুর পৌনে ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যিাল ইঞ্জিনিয়ারিং অনুষদগুলোর ১৬টি বিভাগে মোট এক হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় মোট ২০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে। 

অ্যাকাডেমিক কাউন্সিলের গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ১০৫তম সভা এবং ১৪ নভেম্বর অনুষ্ঠিত ১০৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার শাহেদুজ্জামান শেখ।

তিনি বলেন, এবার কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে সর্বমোট ১ হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় মোট সর্বোচ্চ ২০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে।

আগামী ৪ ডিসেম্বর হতে ১৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে এবং ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। তিন ঘণ্টাব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি.আর্ক কোর্সে ভর্তিইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াও আলাদাভাবে ১ ঘণ্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী https://admission.kuet.ac.bd/ তে পাওয়া যাবে।

বিভাগভিত্তিক আসন সংখ্যা
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জনকে ভর্তি নেয়া হবে।

এছাড়া আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র নৃগোষ্ঠীএবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) পাঁচটি আসনসহ তিনটি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে চকরিয়া সুন্দরবন পুনঃপ্রতিষ্ঠা…
  • ১০ জানুয়ারি ২০২৬
সিটি ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন স্নাতক পাসেই
  • ১০ জানুয়ারি ২০২৬
‎জকসুতে সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন শিবিরের ইব্রাহী…
  • ১০ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার দোয়া মাহফিলে বক্তব্য দেওয়া নিয়ে নেতাকর্মীদের হ…
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাবির অধীন নিটোরে ভর্তি আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ১০ জানুয়ারি ২০২৬
স্মার্টফোনের কারণে যেসব সমস্যা হতে পারে চোখে
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9