রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

রাবি ভর্তি পরীক্ষা
রাবি ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারী সংখ্যা ছিল ৭৪ হাজার ৭৮৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৮ হাজার ৬০৭ জন শিক্ষার্থী। এতে পাশ করেছে ২৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী। গড় পাশের হার ৩৮ দশমিক ৭৬ শতাংশ।

বুধবার (১৩ মার্চ) বিকেল ৪টা ২০মিনিটে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হওয়ার কথা জানান। ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, বোর্ড ও পাশের সন ইনপুট দিয়ে ফলাফল জানতে পারবে। 

তিনি বলেন, ‘এ’ ইউনিটের প্রথম শিফটে ১৮ হাজার ৬৯৬ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৭ হাজার ১২১ জন। পাস করেছে ৭ হাজার ৯০৯ জন শিক্ষার্থী। পাসের হার ৪৬ দশমিক ১৯ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮২।

দ্বিতীয় শিফটে ১৮ হাজার ৬৯৬ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৭ হাজার ১৩৫ জন। পাস করেছে ৬ হাজার ৬৮০ জন শিক্ষার্থী। পাসের হার ৩৮ দশমিক ৯৮ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭৬.৫০।

তৃতীয় শিফটে ১৮ হাজার ৬৯৬ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৭ হাজার ১৫৭ জন। পাস করেছে ৪ হাজার ৮১৬ জন শিক্ষার্থী। পাসের হার ২৮ দশমিক ০৭ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮০.৫০।

চতুর্থ শিফটে ১৮ হাজার ৬৯৭ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৭ হাজার ১৯৪ জন। পাস করেছে ৭ হাজার ১৮৬ জন শিক্ষার্থী। পাসের হার ৪১ দশমিক ৭৯ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮৮।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল www.admission.ru.ac.bd থেকে দেখা যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence