প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ, দেখে নিন

রুয়েট, কুয়েট ও চুয়েটের লোগো
রুয়েট, কুয়েট ও চুয়েটের লোগো  © সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। রবিবার (৩ মার্চ) সকাল ১০টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

প্রকৌশল গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয় হলো— রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)।

এদিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তি পরীক্ষার বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী, ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করতে পারবেন না ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। প্রকৌশল গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

প্রার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দয়া করে মনে রাখবেন যে, কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন বা স্থানান্তর অনুমোদিত নয়। এটি দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে, আপনাকে অবশ্যই আপনার নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।’

প্রসঙ্গত, গুচ্ছভুক্ত তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ ভর্তির জন্য মোট ৩ হাজার ২৩১টি আসনের বিপরীতে বাংলা ভার্সন হতে প্রায় ২২ হাজার ৭০০ টি এবং ইংরেজি ভার্সন হতে প্রায় ২৬০ টি আবেদন পড়েছে। অর্থাৎ আসনপ্রতি লড়বেন ৭ জন করে ভর্তিচ্ছু।

আসন বিন্যাস দেখতে এই লিংকে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ