ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির আবেদন শুরু

ঢাবির ভর্তি পরীক্ষা
ঢাবির ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে খেলোয়ার কোটায় শিক্ষার্থী ভর্তির আবেদন প্রক্রিযা শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। গত বছর নির্দিষ্ট কিছু শর্ত পূরণের পর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে এ কোটায় ভর্তি করা হয়েছিল।

ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় খেলোয়াড় কোটায় আবেদনের ক্ষেত্রে যে সকল আবেদন ইচ্ছুক প্রার্থী উচ্চমাধ্যমিক/সমমান ২০২৩ এর পূর্বে সম্পন্ন করেছে, সে সকল প্রার্থী ২৩ জানুয়ারি ২০২৪, রাত ১২টা (২২ জানুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট এর পর) হতে আবেদন করতে পারবেন।

২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে এ কোটা প্রায় ১৯ বছর পর ফের চালু হয়েছে। এ শিক্ষাবর্ষে পরীক্ষা ছাড়াই ভর্তি সুযোগ পেয়েছেন ৪৯ জন। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তি করা হতো। বির্তকের জেরে ২০০৩-০৪ শিক্ষাবর্ষ থেকে বন্ধ হয়ে যায়। ২০০৮-০৯ সালের দিকে একবার চালুর কথাবার্তা চললেও আর হয়নি। তবে গত বছরের ধারাবাহিকতায় এবারও এ কোটায় ভর্তি করা হবে।

আরো পড়ুন: বুটেক্সে ভর্তি আবেদন শুরু ২৮ জানুয়ারি, পরীক্ষা ৭ হাজার ভর্তিচ্ছুর

আগের বিধিমালা অনুযায়ী, জাতীয় দলের বর্তমান খেলোয়াড়, জাতীয় দলের ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় এবং বয়সভিত্তিক অনূর্ধ্ব ১৬ থেকে ২৩ দলের সদস্য হয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতাসম্পন্ন এবং অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাঁতার, টেনিস, দাবা, ক্যারমসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় র‍্যাঙ্কিং অনুযায়ী ১ থেকে ৫-এর মধ্যে থাকা প্রার্থীরাই কেবল ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষায় অংশ না নিয়ে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির এ বিশেষ সুযোগ পাবেন।


সর্বশেষ সংবাদ