মেডিকেলে ভর্তির আবেদন লাখ ছুুঁই ছুঁই, সময় কি বাড়ছে?

২০ জানুয়ারি ২০২৪, ১১:১০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
মেডিকেল কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে

মেডিকেল কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ৯৪ হাজারের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। আরও তিনদিন এ প্রক্রিয়া চলবে। তবে সময় বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ শনিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানায়, এ পর্যন্ত ৯৪ হাজার ৫০০ জনের বেশি আবেদন করেছেন। গত বছর মোট আবেদনকারী ছিল এক লাখ ৩৯ হাজারের বেশি। সে তুলনায় এবার কম আবেদন পড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এবার আবেদনের সময় বৃদ্ধির তেমন সম্ভাবনা নেই বলেও জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সূত্র। এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। এর মধ্যে পাস করেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী।

এর আগে গত ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। এ প্রক্রিয়া চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। তবে আবেদন ফি ২৪ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে।

আরো পড়ুন: ডেন্টাল ভর্তির জন্য ৫ দিনে যত আবেদন পড়ল

এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এক হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। সরকারি মেডিকেলে ৫ হাজার ৩৮০ জন ভর্তি হতে পারবেন। অনুমোদিত ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ৬ হাজার ৩৪৮ জন। ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর (পাস নম্বর) ৪০।

বিদেশি শিক্ষার্থীদের আবেদন গত ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি মেডিকেল কলেজগুলোয় বিদেশি শিক্ষার্থীদের জন্য ২২১টি আসন সংরক্ষিত (কোটা) রাখা হয়েছে। ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজের ৪৫ শতাংশ হিসেবে দু’হাজার ৫৫১টি আসন সংরক্ষণ করা রয়েছে বিদেশিদের জন্য।

জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage