ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ

ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ  © সংগৃহীত

টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে ২০২১-২২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদি বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন (সিভিল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল) ইঞ্জিনিয়ারিং কোর্সে (ইন–সার্ভিস ও প্রি-সার্ভিস) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনপত্র সংগ্রহের শেষ তারিখ ৩ জানুয়ারি ২০২৪।

ভর্তির যোগ্যতা
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা কোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল টেকনোলজিতে ‘ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন’ সনদপ্রাপ্ত অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।

দ্বিতীয় পর্ব সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণকারী ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন কোর্সের প্রশিক্ষণার্থীগণ উত্তীর্ণ হওয়া সাপেক্ষে এবং ইতিপূর্বে উক্ত কোর্সে ভর্তির জন্য আবেদন করে ভর্তি হওয়ার যাদের সুযোগ হয়নি, তাঁরাও আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়মাবলি
* নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণপূর্বক এসএসসি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশনের সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়িত অনুলিপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান প্রদত্ত চারিত্রিক সার্টিফিকেটসহ ৪ জানুয়ারি ২০২৪–এর মধ্যে অফিস চলাকালে জমা দিতে হবে।

* আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে লিখিত/মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে।

* চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আরও পড়ুন: ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি, জিপিএ ২.৫ হলেই আবেদন

১৭ জানুয়ারি ২০২৪ তারিখ চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা নোটিশ বোর্ডে ও ওয়েব সাইটে (tttc.edu.bd) প্রকাশ করা হবে। 

* ক্লাস শুরু হবে ১ ফেব্রুয়ারি ২০২৪।

ভর্তির বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন

আরও বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence