বাংলা সাহিত্য ও ব্যাকরণ বিষয়ের ওপর মডেল টেস্ট

১১ মে ২০২৫, ১১:৪৩ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৬:২৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য ও ব্যাকরণ বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। 

১. খনার বচনের মূল প্রাধান্য ছিল-

ক. প্রাচীন কৃষ্টি
খ. প্রাগৈতিহাসিক বিষয়
গ. আবহাওয়া
ঘ. দারিদ্র্য জীবনযাপন

২. চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদ রচনা করেন কে?

ক. কুক্কুরীপা
খ. সরহপা
গ. ভুসুকুপা
ঘ. লুইপা

৩. তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজা চর্যাপদের কত নম্বর পদ রচনা করেন?

ক. ২৮
খ. ৩৯
গ. ১৪
ঘ. ৫০

৪. কেতকাদাস ক্ষেমানন্দ কোন ধারার কবি?

ক. কালিকামঙ্গল
খ. মনসামঙ্গল
গ. অন্নদামঙ্গল
ঘ. ধর্মমঙ্গল


৫. বিখ্যাত আলাল ও দুলাল চরিত্র পাওয়া যায় কোন পালা বা গীতিকায়?

ক. মহুয়া
খ. দেওয়ানা মদিনা
গ. মলুয়া
ঘ. দস্যু কেনারাম

৬. ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত কে?

ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
খ. রামনারায়ণ তর্করত্ন
গ. রামকিশোর দত্ত
ঘ. চন্ডীচরণ মুনশি

৭. বাংলা একাডেমির পুরোনো মঞ্চের নাম কী?

ক. বর্ধমান মঞ্চ
খ. সাহিত্য মঞ্চ
গ. নজরুল মঞ্চ
ঘ. বাংলা মঞ্চ

৮. বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাসের রচয়িতা হলেন-

ক. কালীপ্রসন্ন সিংহ
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৯. ‘আমরা বাংলাদেশী না বাঙালি’ গ্রন্থের লেখক কে?

ক. আলাউদ্দিন আল আজাদ
খ. আবদুল গাফ্‌ফার চৌধুরী
গ. এম আখতার মুকুল
ঘ. শামসুর রহমান

১০. কালীপ্রসন্ন সিংহের সৃষ্টি একটি বিখ্যাত চরিত্র-

ক. কুমুদ
খ. বিনয়
গ. দনুবান
ঘ. নন্দলাল

১১. ভ্রমণকারী বন্ধু ছদ্মনামে লেখেন-

ক. আবু জাফর শামসুদ্দিন
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়

১২. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্ম উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করা হয়-

ক. পলাতকা
খ. বলাকা
গ. খেয়া
ঘ. পূরবী

১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চার অধ্যায়’ উপন্যাসের কাহিনি কোন লেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?

ক. বিসর্জন
খ. ল্যাবরেটরি
গ. রবিবা
ঘ. রক্তকরবী

১৪. বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক-

ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. কাজী নজরুল ইসলাম
গ. আবদুল কাদির
ঘ. মধুসূদন দত্ত

১৫. ‘এই খেদ আমার মনে, ভালোবেসে মিটলোনা সাধ, কুলালোনা এ জীবনে’—উক্তিটির রচয়িতা কে-

ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

১৬. ‘ক্রীতদাসের হাসি’ সাহিত্যকর্মে কোন অনুবাদ গল্পের মিশ্রণ পাওয়া যায়?

ক. ইউসুফ–জুলেখা
খ. আলিফ লায়লা ওয়া লায়লা
গ. গুলে বকাওলী
ঘ. পদ্মাবতী

১৭. বিরাম চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?

ক. ধ্বনিতত্ত্ব
খ. শব্দতত্ব
গ. অর্থতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব

১৮. সমীভবনের উদাহরণ কোনটি?

ক. স্কুল >ইস্কুল
খ. কাঁদনা > কান্না
গ. কবাট > কপাট
ঘ. লাল>নাল

১৯. শুদ্ধ বানান কোনটি?

ক. অদ্যাপি
খ. অদ্যপি
গ. অদ্যাপী
ঘ. অদ্যপী

২০. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. কুলটা নারীকে বর্জন করো
খ. তাকে স্নেহাশিষ দিও
গ. সমুদয় পক্ষীই নীড় বাঁধে
ঘ. তার কথা শুনে আমি আশ্চর্য হলাম

মডেল টেস্ট -এর উত্তর
উত্তর: ১. গ। ২. ক। ৩. গ। ৪. খ। ৫. খ। ৬. ক। ৭. গ। ৮. ঘ। ৯. খ। ১০. গ। ১১. খ। ১২. খ। ১৩. গ। ১৪. খ। ১৫. ক। ১৬. খ। ১৭. ঘ। ১৮. খ। ১৯. ক। ২০. গ।

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২০ জানুয়ারি ২০২৬
শুধু দল নয়, দেশের মানুষ থেকে মন্ত্রী বানাব: ডা. তাহের
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্ত…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানালেন ডিন
  • ২০ জানুয়ারি ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9