যশোর বোর্ডের ২০ কলেজে পাস করেনি কেউ!
- যশোর প্রতিনিধি
- প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ PM
যশোর শিক্ষাবোর্ডে এইচএসসিতে ব্যাপকভাবে ফলাফলে বিপর্যয় ঘটেছে। পাসের হারে দেশের মধ্যে তলানিতে নেমেছে। পাসের হার ৫০.২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী। ২০ কলেজের একজন শিক্ষার্থীও পাস করেনি। বৃহস্পতিবার সকালে শিক্ষাবোর্ডের হলরুমে ফলাফল প্রকাশ করার সময় এ তথ্য তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, শতভাগ ফেল করেছে ২০ টি কলেজ। শতভাগ ফেল করা কলেজের মধ্যে রয়েছে বি এন কলেজ, মডেল মহিলা কলেজ, বজরুক শ্রীকুন্ডু কলেজ, সিংজর গোপালপুর কলেজ, খুলনা গার্হস্থ কলেজ, বি এন সেকেন্ডারি স্কুল অন্ড কলেজ, ইসলামিয়া মহিলা কলেজ, কানাইনগর টেকনিক্যাল কলেজ, আবরাখোলা আইডিয়াল কলেজ, ব্যাংদা হাজারবাগ স্কুল অন্ড কলেজ, সাতক্ষীরা কমার্স কলেজ, কপিলমনি সেকেন্ডারি স্কুল অন্ড কলেজ, আলহাজ্জ আব্দুল গণি কলেজ, বীরেন সিকদার আইডিয়াল কলেজ, মুনুরিয়া স্কুল অন্ড কলেজ, মাড়ুয়া ইউসুফ খান স্কুল অন্ড কলেজ, শ্রীধরপুর ইউনিয়ন কলেজ, মাকরাইল করিম খালেক সোলাইমান ইনস্টিটিউট, আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অন্ড কলেজ, বুরুলিয়া স্কুল অন্ড কলেজ।