এইচএসসিতে দারুণ সাফল্য সফিউদ্দিন সরকার কলেজের, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

সফিউদ্দিন সরকার কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস
সফিউদ্দিন সরকার কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস  © টিডিসি

টঙ্গীর ঐতিহ্যবাহী সফিউদ্দিন সরকার অ্যাকাডেমি অ্যান্ড কলেজ এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় গাজীপুরে দারুণ ফলাফল অর্জন করেছে। প্রতিষ্ঠানটির মোট ৫৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮০ জন। পাশের হার ৯৮ দশমিক ১৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭৩ জন শিক্ষার্থী।
 
কলেজের ভারপ্রাপ্ত সহকারী অধ্যক্ষ মোস্তফা আমির ফয়সাল (শফি মাস্টার) বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর শিক্ষার্থীরা ঘরে বসে পড়ালেখায় মনোযোগ দিতে সময় পেয়েছে খুব কম। তারপরও তারা সাহস ও পরিশ্রম দিয়ে ভালো ফলাফল অর্জন করেছে। দেশব্যাপী ফলাফলের তুলনায় আমাদের শিক্ষার্থীরা চমৎকার করেছে। আগামীতে আরও ভালো করবে ইনশাআল্লাহ।’

আরও পড়ুন:শীর্ষে নটর ডেম-আদমজী, জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে যে ১০ কলেজ

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ফয়সাল জানায়, ‘আমাদের শিক্ষকরা অনেক পরিশ্রম করেছেন। কলেজে নিয়মিত ক্লাস ও অনুশীলনের কারণে ভালো ফল করতে পেরেছি। ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করব।’

আরেকজন শিক্ষার্থী নিশাত বলেন, ‘এই ফলাফল আমার পরিবারের আনন্দের উপলক্ষ্য। কলেজের সবার সহযোগিতা না পেলে এটা সম্ভব হতো না। ভবিষ্যতে দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখি।’
 
ফলাফলের এমন সাফল্যে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।


সর্বশেষ সংবাদ