যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন

শিক্ষাবোর্ডের হলরুমে ফলাফল প্রকাশ করার সময়
শিক্ষাবোর্ডের হলরুমে ফলাফল প্রকাশ করার সময়  © টিডিসি ফটো

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী। পাঁচ কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ২৫ কলেজে একজনও পাস করেনি। গত বছর (২০২৪) সালের তুলনায় ফলাফল অনেকটা খারাপ হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ অনেকটা কমেছে। গত বছর পাসের ছিল ৬৪.২৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে শিক্ষাবোর্ডের হলরুমে ফলাফল প্রকাশ করার সময় এ তথ্য তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন। 

পরীক্ষা নিয়ন্ত্রক দাবি করেন ইংরেজিতে শিক্ষার্থীরা খারাপ করেছে। ৫৪.৮২ শতাংশ শিক্ষার্থীতে ফেল করেছে। শিক্ষাবোর্ডের সব ভেন্যুকেন্দ্র বাতিল করা হয়েছে। নিজ কেন্দ্রের নিয়ন্ত্রণে কোন কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি। সব ধরণের অবৈধ সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে। শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়াও খাতা মূল্যায়নের ব্যাপারে কড়াকড়ি ছিল প্রাপ্যতা না থাকলেই কাউকে নম্বর দেয়া যাবে না। মূলত এসব কারণে ফলাফল খারাপ হয়েছে। তবে, যারা পাস করেছে বা জিপিএ-৫ পেয়েছে প্রকৃতপক্ষে তাদের মেধার মূল্যায়ন হয়েছে।

ফলাফল প্রকাশ করার সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোছাম্মৎ আসমা বেগম, সচিব প্রফেসর মাহবুবুর ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর তৌহিদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান, সিনিয়র সিস্টেম এনালিস্ট জাহাঙ্গীর কবির, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত ইলাহী প্রমুখ।


সর্বশেষ সংবাদ