এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে এগিয়ে মেয়েরা

পাসের হারে এগিয়ে মেয়েরা
পাসের হারে এগিয়ে মেয়েরা  © সংগৃহীত

এবারে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছেলেদের তুলনায় মেয়েদের বেশি। ছেলেদের পাশের হার ৫৪.৬০ শতাংশ। অন্যদিকে মেয়েদের পাশের হার ৬২.৯৭ শতাংশ। এবারের এইচএসসিতে ছাত্রদের উত্তীর্ণ সংখ্যা ৩৩৩,৮৬৪ জন এবং ছাত্রীদের উত্তীর্ণ সংখ্যা ৩৯৩,০৯৬ জন। 

বোর্ড সূত্রে জানা গেছে, মোট উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। মোট পরীক্ষর্থীর মধ্যে ছাত্র অংশ নেয় ৬ লাখ ১১ হাজার ৪৪৭ জন, উত্তীর্ণ ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন, জিপিএ-৫ ৩২ হাজার ৫৩ জন, ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ। ছাত্রী অংশ নেয় ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন। উত্তীর্ণ ৩  লাখ ৯৩ হাজার ৯৬ জন, জিপিএ-৫ ৬৯ হাজার ৯৭ জন, ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭  শতাংশ।


সর্বশেষ সংবাদ