এইচএসসি পরীক্ষায় ‘অধিকতর সতর্কতা’ অবলম্বন করতে যে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:১১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ১০:১৪ PM

গত ২৫ জুন চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। পাবলিক এই পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় বেশকিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
গত ২১ জুন রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করা হয়। নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়া যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ অবস্থায় চলমান এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে অধিকতর সতর্কতা অবলম্বন করতে নিদের্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয় থেকে এক নির্দেশনায় বলা হয়, চলমান এইচএসসি পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসারসহ দায়িত্বরত ব্যক্তিদের অসাবধানতার কারণে কোথাও কোথাও নির্ধারিত সেটের পরিবর্তে অন্য সেটে পরীক্ষা শুরু/সম্পন্ন হয়েছে মর্মে জানা যায়, যা অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বে চরম অবহেলার শামিল।
নির্দেশনায় আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়ানোর লক্ষ্যে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানসহ দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
এবার সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। এ পরীক্ষার কারণে আগামী ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।