এসএসসি পরীক্ষায় গাইড বই সরবরাহ, শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড

  © ফাইল ফটো

চলমান এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে গাইড বইয়ের কপি সরবরাহ করায় পিরোজপুরের কাউখালীতে এক মাদ্রাসা শিক্ষককে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ফিকাহ্ বিষয়ের পরীক্ষা চলাকালে ঘটনাটি ঘটে।

স্থানীয় নাঙ্গুলি নেছারিয়া কামিল মাদ্রাসার শিক্ষক জামাল উদ্দিন পরীক্ষার্থীদের হাতে ফিকাহ্ বিষয়ের গাইড বইয়ের অংশ বিতরণ করেন বলে অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর আওতায় অভিযুক্ত করা হয়।

ঘটনার পরপরই কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়। তাৎক্ষণিকভাবে পরিচালিত আদালতে জামাল উদ্দিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পরীক্ষাকেন্দ্রে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তারা। তারা বলছেন, পরীক্ষার পরিবেশ রক্ষা এবং শিক্ষার মান বজায় রাখতে এ ধরনের শাস্তি অত্যন্ত প্রয়োজনীয়।

প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, পরীক্ষায় নকল বা গাইড বই সরবরাহের মতো ঘটনা শিক্ষাব্যবস্থার প্রতি অবিচার। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন হয়। তাই এমন কাজে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

ঘটনার পরপরই পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ও তদারকি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরীক্ষার সার্বিক শুদ্ধতা বজায় রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence