পরীক্ষায় ভালো করার আমল ও ৭ দোয়া

১০ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৪ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরীক্ষার মাধ্যমেই নিজেকে যাচাইয়ের সুযোগ পান একজন শিক্ষার্থী। একজন শিক্ষার্থীর মেধা ও মান যাচাইয়ের মানদণ্ড হচ্ছে এই পরীক্ষা। ইসলাম ভালো ফলাফলের জন্য অলসতা ত্যাগ করে পরিশ্রম করতে উৎসাহিত করে।

তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য যে কাজটি সর্বাধিক গুরুত্বপূর্ণ, তা হলো কঠোর পরিশ্রম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর সবার জন্যই তাদের কর্ম অনুসারে মর্যাদা রয়েছে। আর আল্লাহ যেন তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিফল দিতে পারেন। আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না।

রসুলুল্লাহ সা. যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তখন ‘সালাতুল হাজত’ বা প্রয়োজন পূরণের নামাজ পড়তেন। (আবু দাউদ ১৩১৯)
 
পরীক্ষায় ভালো ফলাফল করার দোয়া

পরীক্ষার হলে প্রবেশের পর যাতে আপনার স্মরণশক্তি ভাল থাকে তার জন্য এই দোয়াটি পড়তে থাকুন। এর ফলে আপনার স্মরণশক্তি ঠিক থাকবে। আপনি যা পড়ে এসেছেন মনে থাকবে।
 
স্মরণশক্তি বৃদ্ধির দোয়া আরবি উচ্চারণ:  رَبِّىْ زِدْنِىْ عِلْ বাংলা উচ্চারণ: রব্বি জিদনি ইলমা (৩ বার)।
 
পরীক্ষা ভালো করার ৭ দোয়া
 
১. رَبِّ زِدْنِي عِلْمًا উচ্চারণ: ‘রাব্বি যিদনী ইলমা’ অর্থ: ‘হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করো।’ (সুরা তোহা ১১৪)

২. رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى وَيَسِّرْ لِىٓ أَمْرِى وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى يَفْقَهُوا۟ قَوْلِى উচ্চারণ: ‘রব্বিশ রাহলী সদরী ওয়া ইসসিরলী আমরী, ওয়াহলুল ওক্বদাতাম মিল লিসানি ইয়াফক্বাহু কওলি’ অর্থ: ‘হে আমার পালনকর্তা! তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে।’ (সুরা তোহা: ২৫-২৮)
 
৩. اللَّهُمَّ أَيِّدْني بِرُوحِ الْقُدُسِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা আইয়িদনি বেরুহিল কুদুস। অর্থ: ‘হে আল্লাহ! তুমি আমাকে পবিত্র আত্মার মাধ্যমে শক্তি বৃদ্ধি করো।’ (বুখারি ৪৫৩, মুসলিম ২৪৮৫, মেশকাত ৪৭৮৯)
  
৪.  ِاللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّارউচ্চারণ: ‘আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নারি। অর্থ: হে আল্লাহ! আমাকে তুমি যা শিখিয়েছ, তা দিয়ে আমাকে উপকৃত করো, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দাও এবং আমার ইলম (জ্ঞান) বাড়িয়ে দাও এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। (তিরমিজি ৩৫৯৯, ইবনে মাজাহ ২৫১, ইবনু আবি শায়বা ১০/২৮১)
 
৫. رَبِّي يَسِّرْ وَلاَ تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَیْر উচ্চারণ: ‘রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর’ অর্থ: ‘হে আমার প্রতিপালক! তুমি সহজ করে দাও, কঠিন করো না এবং কল্যাণের সাথে সমাপ্ত করে দাও।’ (বায়হাকি কুবরা ৭০০৩, ১১২৯৯)
 
৬. اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দীন’ অর্থ: হে আল্লাহ! আমাকে দীনের জ্ঞান দান করুন।’ (বুখারি: ১৪৩)
 
৭. اللَّهُمَّ لَا سَهْلَ إلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وأنْتَ تَجْعَلُ الحَزْنَ إذَا شِئْتَ উচ্চারণ: ‘আল্লাহুম্মা লা-সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইজা শিইতা।’ অর্থ: ‘হে আল্লাহ, আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছুই সহজ নেই। আর আপনি চাইলে পেরেশানিযুক্ত কাজও সহজ করে দেন।’ (সহিহ ইবনে হিব্বান: ৯৭৪)
পরীক্ষার জন্য কি দোয়া?

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়েদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। রাব্বি জিদনি ইলমা- রাব্বি ইয়াসসির, ওয়ালাতুআসসির ওয়া তামমিম আলাইনা বিল খাইর। অর্থ: পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি।
 
পরীক্ষায় ভাল করার দোয়া বাংলায়
 
رَبِّ زِدْنِي عِلْمًا বাংলা উচ্চারণ: ‘রাব্বি জিদনি ইলমা’ অর্থ: ‘হে আমার সৃষ্টি কর্তা। তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও । (সুরা তোহা ১১৪)
 
পরীক্ষার হলে ভুলে গেলে যে দোয়া পড়বেন

অনেক পড়াশোনা করে গেলেও দেখা যায় পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাই। সেজন্য কিছু আমল করা যায়, বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা আর নিচের দোয়াটি পড়া। ‘আল্লাহুম্মা জাক্কিরনি মিনহুমা নাসিতু, ওয়া আল্লিমনি মিনহুমা জাহিলতু’ অর্থ: হে আল্লাহ আমি যা ভুলে গেছি আমাকে স্মরণ করিয়ে দাও, আর আমি যা জানি না তা আমাকে শিখিয়ে দাও। 

আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরি, আবেদন স্নাতক পাসেই
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফের আবেদনের সুযোগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের শেষ বগি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ৮০ আসনে ভর্তি নেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়, শর্ত…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইসরায়েল স্বীকৃত 'সোমালিল্যান্ডকে' প্রত্যাখান বাংলাদেশের
  • ১২ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9