এসএসসি পরীক্ষা–২০২৬: লক্ষ্যভিত্তিক প্রস্তুতি শুরু করতে আর দেরি নয় 

৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ PM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © এআই সম্পাদিত

প্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা ও শুভকামনা তোমার জন্য। আসছে এসএসসি পরীক্ষা| রুটিন প্রকাশ হবে শিগগিরই। তবে পরীক্ষা শুরু হতে ৩ থেকে ৪ মাসের বেশি সময় নেই| তাই রুটিন করে লক্ষ্যভিত্তিক প্রস্তুতি গ্রহণের শেষ সময় এখনই। এই সময়টাই তোমার সবচেয়ে বড় শক্তি—যদি তুমি তা সঠিকভাবে ব্যবহার করতে পারো। সময় নিয়ে নিজের দুর্বলতা দূর এবং শক্তির জায়গাটা ঝালিয়ে নেওয়ার এই মোক্ষম সময়। ভালো ফলের জন্য শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ নয়, দরকার নিয়মিত ও পরিকল্পিত প্রস্তুতি। কীভাবে তা করবে, সে বিষয়েই থাকছে এই পরামর্শগুলো।

১. লক্ষ্য ঠিক করে বাস্তবসম্মত পরিকল্পনা করো:
ভালো প্রস্তুতির প্রথম শর্ত হলো সঠিক পরিকল্পনা। কোন বিষয়ে তুমি পারদর্শী, কোন বিষয়ে দুর্বল—সেটা আগে নিজেই চিহ্নিত করো। এরপর সময়কে ভাগ করে নাও বিষয়ের গুরুত্ব ও নিজের প্রয়োজন অনুযায়ী। মনে রেখো, অন্যের রুটিন কপি করলেই হবে না; তোমার পরিকল্পনা হতে হবে তোমার সামর্থ্য ও সময়ের সঙ্গে মানানসই।

২. প্রতিদিনের পড়ার নির্দিষ্ট রুটিন গড়ে তোলো:
নিয়মিত রুটিন ছাড়া ভালো ফল কাকতালীয় হতে পারে, নিশ্চিত নয়। বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা—যে বিভাগেই পড়ো না কেন, প্রতিদিনের পড়ার একটি সময়সূচি থাকতে হবে। কোন বিষয় সকালে পড়বে, কোনটা রাতে—কোন বিষয়ে বেশি সময় দরকার, কোনটায় কম—এসব নিজে ভেবে ঠিক করো। রুটিনে বিশ্রাম ও পুনরাবৃত্তির সময়ও রাখবে।

৩. নোটখাতা রাখো—সমস্যার ব্যক্তিগত ভাণ্ডার হিসেবে:
পড়ার সময় যে জায়গাগুলো বুঝতে সমস্যা হয়, সেগুলো আলাদা নোটখাতায় লিখে রাখো। পরে স্কুলশিক্ষক, গৃহশিক্ষক বা অভিজ্ঞ কারও সহায়তায় সমস্যাগুলোর সমাধান বের করে তা নোটে যোগ করো। এই নোটখাতাই পরীক্ষার আগে তোমার সবচেয়ে কার্যকর রিভিশন টুল হয়ে উঠবে।

৪. গণিতে ভয় নয়, অভ্যাস তৈরি করো:
গণিতকে ভয় পাওয়ার কিছু নেই—ভয় দূর করার একমাত্র উপায় নিয়মিত অনুশীলন। প্রতিদিন অল্প হলেও গণিত চর্চা রাখবে। সূত্র মুখস্থের পাশাপাশি অঙ্ক বুঝে করার চেষ্টা করো। যত বেশি অনুশীলন করবে, ততই বিষয়টি সহজ ও স্বচ্ছ মনে হবে।

৫. কঠিন বিষয় এড়িয়ে নয়, মোকাবিলা করে এগিয়ে যাও:
প্রতিটি শিক্ষার্থীরই দুই–একটি বিষয় তুলনামূলক কঠিন লাগে। কিন্তু সেগুলো এড়িয়ে গেলে সমস্যা আরও বাড়বে। বরং কঠিন বিষয়গুলো আলাদা করে সময় দাও, ছোট ছোট অংশে ভাগ করে পড়ো, প্রয়োজনে বাড়তি সহায়তা নাও। চেষ্টা করলে কোনো বিষয়ই পুরোপুরি অজেয় থাকে না।

৬. হাতের লেখাকে পরীক্ষার উপযোগী করো:
পরীক্ষকের চোখে প্রথম যে বিষয়টি পড়ে তা হলো হাতের লেখা। পরিষ্কার, ঝরঝরে ও পড়তে সহজ লেখা মানেই ভালো উপস্থাপন। যদি হাতের লেখা দুর্বল হয়, তবে দাগটানা খাতায় নিয়মিত লেখার অভ্যাস গড়ে তোলো। কাটাকাটি কমাও, অক্ষরের আকার ও দূরত্ব সমান রাখার চেষ্টা করো।

৭. পড়ার টেবিলের সামনে একটি বোর্ড ব্যবহার করো:
তোমার পড়ার টেবিলের সামনে একটি বোর্ড রাখো, যেখানে থাকবে গুরুত্বপূর্ণ তথ্য। যেমন—দৈনিক রুটিন, পরীক্ষার সময়সূচি, গণিতের সূত্র, মানচিত্র, গুরুত্বপূর্ণ নোট বা ভুলের তালিকা। চোখের সামনে থাকলে তথ্যগুলো সহজেই মনে গেঁথে যাবে।

৮. আজকের পড়া আজই শেষ করার অভ্যাস গড়ো:
আজকের পড়া কালকে ফেলে রাখলে একসময় চাপ তৈরি হয়। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার চেষ্টা করো। এতে করে পরীক্ষার আগে দেখবে সব বিষয়ই একবার করে ভালোভাবে ঝালিয়ে নেওয়া হয়ে গেছে, বাড়তি চাপ লাগছে না।

৯. পড়ার পাশাপাশি লিখে অনুশীলন করো:
শুধু পড়লেই প্রস্তুতি সম্পূর্ণ হয় না। পড়ার পর প্রশ্নের উত্তর লিখে অনুশীলন করো। এতে করে বোঝা যাবে তুমি আসলে কতটা আয়ত্তে এনেছ। ভুলগুলো ধরা পড়বে এবং পরীক্ষার হলে আত্মবিশ্বাস বাড়বে।

এসএসসি পরীক্ষায় ভালো ফল কোনো জাদুর ফল নয়—এটি আসে নিয়ম, ধৈর্য ও সঠিক কৌশল থেকে। আজ যে প্রস্তুতি তুমি শুরু করবে, সেটাই আগামী দিনে তোমার আত্মবিশ্বাস হয়ে দাঁড়াবে। সময়কে বন্ধু বানাও, পড়াকে অভ্যাসে পরিণত করো। সাফল্য তখন শুধু সম্ভাবনা নয়, নিশ্চিত বাস্তবতা হয়ে উঠবে।

লেখক:
ফাহিমা আক্তার
মাধ্যমিক স্কুল শিক্ষক

সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে কটূক্তি, গ্রেপ্তার ১
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০০-তে ৯৬.৬
  • ২১ জানুয়ারি ২০২৬
এখন পর্যন্ত বদলি ৮ ইউএনও, নেপথ্যে কী?
  • ২১ জানুয়ারি ২০২৬
৮ ক্যাটাগরিতে দেশসেরা ঢাবি-নর্থ সাউথের সঙ্গে আরও সাত বিশ্বব…
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনে সুপারিশে সন্তুষ্ট নয় ঐক্য পরিষদ নেতারা, প্রতিক্রি…
  • ২১ জানুয়ারি ২০২৬