ফের উপস্থাপনায় আসছেন তাহসান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ১২:২৩ PM
জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান আবারও উপস্থাপন করবেন ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন। মঙ্গলবার (৪ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বঙ্গ মিডিয়া জানায়, শিগগিরই শুরু হতে যাচ্ছে এই জনপ্রিয় পারিবারিক গেম শোর দ্বিতীয় সিজন। নতুন সিজনে আরও বেশি হাসি, মজা এবং জমজমাট পারিবারিক আনন্দ থাকবে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগীরা অংশ নিয়ে পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বঙ্গ জানায়, দ্বিতীয় সিজনের শুটিং ডিসেম্বর থেকেই শুরু হবে এবং এটি আরও বড় পরিসরে আয়োজন করা হবে। সিজন ২-এ সারা দেশের নতুন নতুন পরিবারকে স্বাগত জানানো হবে এবং তারা শো’টি উপভোগ করতে পারবে। প্রতিযোগীরা শো-তে অংশগ্রহণ করে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দের মুহূর্ত তৈরি করবেন এবং নিজেদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাসির ছলাচলের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করবেন।
আরও পড়ুন: এবারও এশিয়ার দেশসেরা বিশ্ববিদ্যালয় ঢাবি
নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে একটি বিশেষ অনুষ্ঠান, কারণ এটি পরিবারগুলোকে একসাথে বসার ঘরে ফিরিয়ে এনেছে। এ শোটি পরিবারের মধ্যে মিষ্টি তর্ক-বিতর্ক এবং হাসির মুহূর্ত সৃষ্টি করে, যা দেখতে দর্শকদের ভালো লাগে।’ তিনি আরও বলেন, ‘সিজন ২ আরো বড় পরিসরে হতে যাচ্ছে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি সারা দেশ থেকে নতুন পরিবারদের সঙ্গে একসঙ্গে নতুন স্মৃতি তৈরি করার জন্য।’
সিজন ২-এর আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি শো-টির রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে। সারা দেশের উৎসাহী পরিবারগুলোকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা পরিবারের সঙ্গে মজা করতে এবং একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে চান, তারা শো’তে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।
‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ১ তার জনপ্রিয়তায় বিশাল সাফল্য অর্জন করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, সিজন ১ বিভিন্ন প্ল্যাটফর্মে ১০০ কোটি ভিউ এবং ২.৫ কোটি ইউনিক দর্শকের সম্পৃক্ততা পেয়েছে। প্রথম সিজনের সব পর্ব এখনো বঙ্গ অ্যাপে বিনামূল্যে দেখা যাচ্ছে। সিজন ১-এ সারা দেশ থেকে ৪৮টি পরিবার অংশ নিয়েছিল এবং প্রতিযোগিতাটি ছিল দারুণ প্রতিযোগিতাপূর্ণ। অনুষ্ঠানে ৩০ লাখ টাকারও বেশি পুরস্কার দেওয়া হয় এবং শো’র প্রতিটি পর্বে ছিল পরিবারের সদস্যদের মাঝে খুনসুটির মুহূর্ত ও আবেগময় কিছু ঘটনা।
প্রথম সিজনের শো পরিচালনা করেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পারিবারিক সম্পর্ক, প্রতিযোগিতা, এবং মনোরঞ্জনমূলক মুহূর্ত প্রদর্শন করা হয়েছিল যা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।