ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন বিশ্বের ২২ তরুণ

২৬ জুলাই ২০২০, ০৫:৩৪ PM

© প্রতীকী ছবি

গ্লোবাল ল থিংকার্স সোসাইটি কর্তৃক আয়োজিত ‘ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭-১৮ জুলাই দু’দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এই ভার্চুয়াল ইয়ুথ সামিটে বিশ্বের শতাধিক দেশ থেকে হাজারো তরুণ ও স্বাগতিক বাংলাদেশের ৬৪ জেলার যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫৫ জন বিশেষজ্ঞ ও তরুণ চিন্তাবিদ সামিটের আলোচনায় অংশ নিয়েছে। ২৪ ঘন্টার এই ম্যারাথন সামিট যা এই করোনাকালীন সময়ে শুধু বাংলাদেশে নয় বিশ্বে প্রথম।

১৭ জুলাই বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে এ সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৮ জুলাই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মালয়েশিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রী ওয়ান আহমাদ ফয়সাল। মালয়েশিয়ার সেলানগর স্টেট অ্যাসেম্বলি রিপ্রেজেন্ট এবং সেলানগর স্টেট এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার গনবতিরাও ভেরামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করেছেন।

ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২০ কর্মসূচিতে বিশ্বের ২২ জন তরুণকে বিভিন্ন ক্যাটাগরিতে লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এরা হলেন, মাহিন মেহরাব (ইয়ুথ আইকন), ডক্টর জুনিয়াস সিলভা( লিডারশীপ), হাম্মাদ খান( শান্তি), মোহাম্মদ এমতিয়াজ (শিক্ষা), আরভেনড এপলাসামি (সোশ্যাল ওয়ার্ক), শুভ্রদেব হালদার (স্বাস্থ্য), ডাঃ মহসিন কামাল (শান্তি), তাসমিহা নুহিয়া আহম্মেদ (ডেমোক্রেসি), মোহাম্মদ সায়েদ (শিক্ষা), শেখ ইনজামামুজ্জামান (শিক্ষা), ভিক্টোরিয়া পি সোরিয়ানো (লিডারশীপ), অতুল ধীর (পরিবেশ), থারাকা নন্দসুরিয়া (লিডারশীপ), শোয়েতা মজুমদার (সোশ্যাল ওয়ার্ক), আব্দুলালেম আঞ্জোলাওলুওয়া আডিমোলা ওসিনুগা (এন্টারপ্রিনিউরশিপ), অমিলা রুমেশ জোসেফ (লিডারশীপ), গামিনি মুহান্দিরাম (লিডারশীপ), শ্রেয়ান্থ কুরে (লিডারশীপ), ফারজিন মোহামেদ (লিডারশীপ), মোহাম্মদ আব্বাস (শান্তি), নাজরিন ফায়েজ (লিডারশীপ) এবং রাঙ্গা অরেগোডা (লিডারশীপ)।

সামিটে গ্লোবাল ল থিংকার্স সোসাইটির স্বপ্নদ্রষ্টা এডভোকেট প্রেসিডেন্ট রাওমান স্মিতা তার বক্তব্যে বলেন, এই করোনাকালীন সময়ে আমাদের এই উদ্যোগ সবাইকে সাহস যোগাবে এবং এই সংগঠন দক্ষ মানব তৈরীতে কাজ করে যাবে। 

সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট খালেদ মাসুদ তার বক্তব্যের মাধ্যমে পৃথিবীর তরুণদের সমস্ত প্রতিকুলতা মোকাবেলা করে জয়ের জন্য এগিয়ে আসার আহবান জানান এবং তিনি বিশ্বাস করেন যে এই করোনা থেকে জয়ের জন্য একমাত্র তরুণদেরকেই সাহসী ভূমিকা পালন করতে হবে।

ভার্চুয়াল ইয়ুথ সামিটের আলোচ্য বিষয় ছিল সুস্বাস্থ্য ও মানসিক সমৃদ্ধি, টেকসই উন্নয়ন ও মানবাধিকার, শিক্ষা ও ইকোনমি এবং বিজ্ঞান ও প্রযুক্তি। এছাড়া যুব পর্যটন, বিশ্ব সংস্কৃতি আদান-প্রদান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জলবায়ু পরিবর্তন, শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতকরণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে গুরুত্ব দিয়ে বিভিন্ন সেশনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে ঢাকা কলেজের সামনে অধ্যাদেশ ম…
  • ১৯ জানুয়ারি ২০২৬
দুটি পে স্কেল হওয়ার কথা থাকলেও একটিও হয়নি, যে হুশিয়ারি দিলে…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চার সন্তানের তিনজনই বিসিএস ক্যাডার—শ্রেষ্ঠ মা তিনি হবেন না …
  • ১৯ জানুয়ারি ২০২৬
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, কর্মস্থল ঢা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ১৮, জরুরি অবস্থা জারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ, দুপুরে আদেশ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9