কোয়ারেন্টিনের দিনগুলোকে উপভোগ্য করে তুলছে নিউজপেপার অলিম্পিয়াড

০৩ মে ২০২০, ০৪:৪৫ PM

© টিডিসি ফটো

করোনারভাইরাস সময়ে গৃহবন্দী দিনগুলোকে উপভোগ্য ও শিক্ষণীয় করে তুলতে এবং দক্ষতা উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে নিউজপেপার অলিম্পিয়াড (এনএনও)।

সংগঠনটির বিশেষ এ পদক্ষেপের মধ্যে রয়েছে এনএনও আড্ডা (লাইভ আড্ডা), বুক রিভিউ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা। প্রতিদিন এনএনও আড্ডায় গেস্ট হিসেবে থাকছেন বিভিন্ন পেশায় অভিজ্ঞতাসম্পর্ণ দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিবর্গগন।

সম্প্রতি গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ও একমাত্র বাংলাদেশী পরিচালক জাহিদ সবুর যোগ দেন এনএনও আড্ডায়। এছাড়া লেখক কিংকর আহসান, দৈনিক বাংলার নির্বাহী সম্পাদক ড. কাজল রশীদ শাহীন, কার্টুনিস্ট অন্তিক মাহমুদ, সংগঠক জাভেদ পারভেজ, উদ্যোক্তা ইকবাল বাহার, আরজে আল নাহিয়ান জয়, ফিচার লেখক গোলাম মোরশেদ সীমান্তসহ আরও অনেকেই যুক্ত হয়েছিলেন এ আড্ডায়।

গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার জাহিদ সবুর বলেন, “এনএনও পরিবার অনেক ভালো একটি উদ্যোগ হাতে নিয়েছে। আমি তাদের এ কাজকে সাধুবাদ জানাই। করোনার দিনগুলোতে এরকম অনুষ্ঠান সবাইকে অনেক কিছু শিখতে সাহায্য করবে।”

এনএনও আড্ডার হোস্ট ও ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ২০১৯ সেশনের সেরা বাংলাবিদ নুসরাত সায়েম বলেন, “দেশ-বিদেশের বিখ্যাত সব ব্যক্তিবর্গ যাদেরকে টিভির পর্দায় দেখতাম তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছি এটা আমার কাছে অন্যরকম এক অনুভুতি। মজার মজার সব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত। কোয়ারেন্টিনের দিনগুলোতে এরকম আড্ডা সবার ক্যারিয়ার ডেভলপমেন্টে সত্যিই অনেক কাজে লাগছে। আমি নিজেও অনেক অনুপ্রাণিত হচ্ছি।”

ড্রীমস ফর টুমরোর প্রতিষ্ঠাতা জাভেদ পারভেজ বলেন, “এনএনও সবসময় ব্যতিক্রমী চিন্তা করে। তাদের সাথে যুক্ত হতে পেরে অনেক ভালো লাগছে। আশা করি তারা অনেকদূর এগিয়ে যাবে।”

সংগঠনটির সভাপতি লাব্বী আহসান বলেন, “ঘরে বসেই যাতে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের উপর সবার হাতেখড়ি হয় ও তাদের প্রিয় মানুষদের সম্পর্কে জানতে পারে, সেজন্যই এমন ভিন্নধর্মী আয়োজন। এর ফলে দর্শকরা সরাসরি তাদের মনের প্রশ্নগুলো অতিথীদের সাথে শেয়ার করারও সুযোগ পাচ্ছেন। সাংবাদিকতা, লেখালেখি, উপস্থাপনা, ডিজিটাল মার্কেটিং, ড্রয়িং, ফটোগ্রাফীসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান করছেন শিক্ষার্থীরা। ফলে তাদের দক্ষতা বৃদ্ধিতেও বেশ কাজে লাগছে এই এনএনও আড্ডাটি।”

প্রসঙ্গত, ‘রিড নিউজপেপার, গেইন নলেজ’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালে যাত্রা শুরু করে ন্যাশনাল নিউজ পেপার অলিম্পিয়াড। মূলত সংবাদ পত্রের প্রতি আগ্রহ বাড়াতেই একযোগে সারাদেশে এর বিভিন্ন কার্যক্রম শুরু হয়।

ঢাবি থেকে ১৯ গবেষকের পিএইচডি ও ২৩ জনের এমফিল ডিগ্রি অর্জন
  • ২৭ জানুয়ারি ২০২৬
কাকে ভোট দেবেন, আহমাদুল্লাহর পর বললেন মিজানুর রহমান আজহারী
  • ২৭ জানুয়ারি ২০২৬
একটা ছেলের কারণে সাতক্ষীরাবাসী গর্বিত: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রশাসনের শোকজের পর উল্টো জবাব চাইলেন ডাকসু নেতা সর্ব মিত্র
  • ২৭ জানুয়ারি ২০২৬
পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী, প্রশ্ন হাসনাতের
  • ২৭ জানুয়ারি ২০২৬
এসিআই কেমিক্যাল নিয়োগ দেবে নারী কর্মী, কর্মস্থল ঢাকা
  • ২৭ জানুয়ারি ২০২৬