চবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার

২০ জানুয়ারি ২০১৯, ০৯:২৯ PM
সংবাদ সম্মেলনে আয়োজকরা

সংবাদ সম্মেলনে আয়োজকরা

বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবেলার মাধ্যমে সুদৃঢ় ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয় সামনে নিয়ে পঞ্চমবারের মতো আগামী ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে চবি ছায়া জাতিসংঘ সংস্থার (সিইউমুনা) এ সম্মেলন।

চার দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ মালয়েশিয়া, আফগানিস্তান, ভারত নেপাল এবং ইন্দোনেশিয়ার ৪৫টি প্রথিতযশা শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থী ও ২৯ জন বিচারকসহ সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেবেন। আগামী ২৭ জানুয়ারি সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে জাতিসংঘের আদলে প্রতীকী এ সম্মেলন শেষ হবে।

অংশগ্রহণকারী প্রতিনিধিদের দশটি ভিন্ন ভিন্ন পরিষদে বিভক্ত করে নির্ধারিত আলোচ্য সূচি বিন্যস্ত করা হয়েছে। যার মধ্যে থাকছে,বাংলাদেশ জাতীয় সংসদ, নিরাপত্তা পরিষদ (UNSC), জাতিসংঘ সাধারণ পরিষদ-১ (DISEC), জাতিসংঘ মানবাধিকার কমিশন (UNHRC), জাতিসংঘ উন্নয়ন কার্যক্রম (UNDP), বিশ্ব খাদ্য কার্যসূচী (WEP), বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষা সংস্থা (WIPO), জাতিসংঘ নারী অধিকার কমিশন (UNCSW), জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামো (UNFCCC) এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা (IP)। উক্ত পরিষদগুলো চারদিন ব্যাপী ২৯ জন আন্তর্জাতিক মানের সুদক্ষ বিচারকদের দ্বারা পরিচালিত হয়ে বাস্তবসম্মত ও ভবিষ্যতমুখী সমাধানপত্র প্রণয়নের লক্ষ্যে কাজ করে যাবেন। প্রতীকী জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণ করার মাধ্যমে বিতর্ক, কূটনীতি ও নেতৃত্বে সমৃদ্ধ তারুণ্য এক ধাপ এগিয়ে যাবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবু নোমান।

এছাড়াও উদ্বোধনী ও সমাপনী দিনের দ্বিতীয় অধিবেশনে ওপেনিং ও ক্লোজিং প্ল্যানারি প্রেসিডেন্ট হিসেবে থাকবেন ট্রাস্টি বোর্ড মেম্বার আমজাদ হোসেন দিনার ও আহসান হাবীব।

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির নতুন তারিখ ঘোষ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্ত…
  • ২৮ জানুয়ারি ২০২৬
আশ্বাসে ক্লান্ত শিক্ষার্থীরা, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় প্রশা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘একটা হিরোইনসি লও, হাতে কোপ দাও, ৩২৬ করাও’— নিজ কর্মীদের ফা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
দুদকের মামলার গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর
  • ২৮ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় নদীর পাড় কেটে মাটি বিক্রি, ৩ জনের কারাদণ্ড
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage