ফটোসেশনে আয়োজকরা © টিডিসি ফটো
দেশসেরা তরুণ সংগঠকদের খুঁজে বের করতে সারা দেশের মত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়ে গেলো ‘জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-২০১৮’ এক্টিভেশন ক্যাম্পিং প্রোগ্রাম।
‘ইয়াং বাংলার’ অধীনে নিযুক্ত ক্যাম্পাস অ্যাম্বাসেডর এইচ এম সালমান জয় এবং সাদিয়া আফরিন অনি আয়োজন করেছিল ক্যাম্পাস একটিভেশন বুথ। সঙ্গে ছিল ‘ইয়াং বাংলার’ ক্যম্পাস টিম সাজ্জাদুল হোসাইন, রাফসান জানি রাফি, সাইদুর রহমান, মাহফুজুর রহমান, মৃন্ময় কুমার শীল, মেহেদি হাসান, এহসানুল বারী স্মরণ, আনিসুর রহমান প্রমুখ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলেছিল রেজিস্ট্রেশন। এসময় শিক্ষার্থীদের মাঝে ‘ইয়াং বাংলা’র প্রচারপত্র, পরিচিতি ও এ্যাওয়ার্ডের লোগো বিতরন করা হয়। বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুন সংগঠকেরা সরকারি এ পুরস্কার পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করে।
শত তরুনের জয় বাংলার গল্প শোনার মধ্য দিয়ে সম্পন্ন হয় ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮’ এক্টিভেশন ক্যাম্পিং প্রোগ্রামের যবিপ্রবি পর্ব।