ভূমিকম্প © সংগৃহীত
পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিসহ দেশের বিভিন্ন অঞ্চলে কেঁপে ওঠে জনজীবন। তবে প্রাথমিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তান ও চীনের জিনজিয়াং সীমান্তবর্তী এলাকায়।
ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে, যার ফলে বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হলেও বড় ধরনের ধ্বংসযজ্ঞ হয়নি।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলা ও শহরেও ভূমিকম্পের ঝাঁকুনি টের পাওয়া গেছে।
উল্লেখ্য, পাকিস্তান আরব, ইউরো-এশীয় ও ভারতীয়—এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। একাধিক ফল্ট লাইনের কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গত আগস্টে প্রতিবেশী আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
এর আগে, ভারতে ১২ ঘণ্টার ব্যবধানে ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠে গুজরাটের রাজকোট। সবগুলোই ছিল মৃদু মাত্রার কম্পন। তবুও আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কিছু এলাকায় বাড়িঘর খালি করানো হয়।