ওবায়দুল কাদের © ফাইল ফটো
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখার পর চিকিৎসায় সাড়া না দেওয়া তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার (৫ জানুয়ারি) কলকাতার সিনিয়র এক সংবাদকর্মী দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শারীরিক অবস্থা সংকটাপন্ন ওবায়দুুল কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পরও সাড়া দেননি তিনি। পরে তার আত্মীয়রা তাকে বাসায় নিয়ে যান। বর্তমানে সেখানেই ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন কাদের।’
জানা গেছে, ‘বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার রাজারহাট নিউটাউনের কাছে গোপন বাড়িতেই চলে তার চিকিৎসা।’
গত জুনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন কাদের।
ওবায়দুল কাদের ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি।