গ্রিন কার্ডের সাক্ষাৎকার দিতে গিয়ে ভারতীয় নারী আটক

১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ AM
 আটক নারী

আটক নারী © টিডিসি ফোটো

যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ বছর ধরে বসবাস করা ভারতীয় বংশোদ্ভূত এক নারীকে গ্রিন কার্ডের শেষ ধাপের সাক্ষাৎকার দিতে গিয়ে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। আটক নারীর নাম বাবলেজিত ওরফে বাবলি কৌর (৬০)। তিনি ১৯৯৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

গত ১ ডিসেম্বর বাবলি কৌর তার মুলতুবি গ্রিন কার্ড আবেদনের অংশ হিসেবে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টের জন্য যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) অফিসে যান। সাক্ষাৎকার চলাকালেই ফেডারেল কর্মকর্তারা তাকে আটক করেন।

তার পরিবার জানায়, বাবলি কৌরের গ্রিন কার্ড পিটিশন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছিল। আবেদনটি করেছিলেন তার মার্কিন নাগরিক কন্যা ও গ্রিন কার্ডধারী স্বামী। তবে সেদিন আইসিই অফিসে তাকে হঠাৎ একটি কক্ষে ডেকে নেওয়া হয় এবং সেখানেই জানানো হয় যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে।

আটকের পর বাবলি কৌরকে ক্যালিফোর্নিয়ার অ্যাডেলান্টো ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, সেখানে তাকে একটি বড় ডরমিটরি ধরনের কক্ষে রাখা হয়েছে, যেখানে সারাক্ষণ আলো জ্বলে এবং প্রচণ্ড শব্দ থাকে। এতে তার ঘুম ও শারীরিক অবস্থার ওপর প্রভাব পড়ছে।

বাবলি কৌরের পরিবার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের স্থানীয় কমিউনিটির সঙ্গে যুক্ত। তিনি ও তার স্বামী বহু বছর ধরে একটি ভারতীয়-নেপালি রেস্তোরাঁ পরিচালনা করেছেন এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। তার তিন সন্তানের মধ্যে দুজন মার্কিন নাগরিক।

ঘটনাটিকে ‘অমানবিক’ বলে উল্লেখ করেছেন তার কন্যা জ্যোতি। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে আইনি সহায়তা নেওয়া হচ্ছে এবং বন্ডে মুক্তির জন্য চেষ্টা চলছে। এ বিষয়ে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়াও বাবলি কৌরের মুক্তির আহ্বান জানিয়েছেন। 

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬