থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের যুদ্ধের দামামা

থাইল্যান্ড সেনাবাহিনী
থাইল্যান্ড সেনাবাহিনী  © রয়টার্স

থাইল্যান্ড বিতর্কিত কম্বোডিয়া সীমান্তে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার এ তথ্য জানানো হয়। এর আগে দুই দেশই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অর্জিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ একে অপরের বিরুদ্ধে তোলে। খবর রয়টার্সের।

থাই সেনাবাহিনীর বিবৃতির তথ্যানুযায়ী অনুযায়ী, নতুন করে শুরু হওয়া সংঘর্ষে তাদের অন্তত একজন সেনা নিহত এবং চারজন আহত হয়েছেন। পূর্বাঞ্চলের উবন রাতচাথানি প্রদেশের দুই এলাকায় তাদের সেনাদের ওপর কম্বোডিয়ার গোলাগুলির পর এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

বিবৃতিতে আরও বলা হয়, থাই বাহিনী এখন কয়েকটি এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে বিমান ব্যবহার করে হামলা শুরু করেছে।

অন্যদিকে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কয়েক দিনের উসকানিমূলক আচরণের পর থাই সেনাবাহিনী ভোরে তাদের অবস্থানে দুই জায়গায় হামলা চালিয়েছে। কম্বোডিয়া আরও জানায়, তাদের সেনারা পাল্টা হামলা চালায়নি।

থাই সেনাবাহিনী অভিযোগ করেছে, কম্বোডিয়ার সেনারা থাই বেসামরিক এলাকাগুলোর দিকে বিএম-২১ রকেট নিক্ষেপ করেছে, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, গত জুলাই মাসে সীমান্ত বিরোধ পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়। দুই দেশ অক্টোবর মাসে কুয়ালালামপুরে সম্প্রসারিত শান্তি চুক্তিতেও সই করে, যেখানে ট্রাম্প উপস্থিত ছিলেন।

জুলাই মাসের সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত হয় এবং প্রায় তিন লাখ মানুষ সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়। উভয় দেশই একে অপরের ওপর রকেট ও ভারী গোলাবর্ষণ চালায়।

আরও পড়ুন: আফ্রিকার আরও একটি দেশের প্রেসিডেন্টকে অপসারণের ঘোষণা সেনাবাহিনীর

গত মাসে এক ল্যান্ডমাইন বিস্ফোরণে থাইল্যান্ডের এক সেনা গুরুতর আহত হওয়ার পর দেশটি কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়ন স্থগিত করার ঘোষণা দেয়।

কম্বোডিয়ার প্রভাবশালী সাবেক নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী হুন মানেতের বাবা হুন সেন বলেন, থাই সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে উসকানি দিচ্ছে ও প্রতিশোধমূলক হামলা ঘটানোর চেষ্টা করছে। তিনি কম্বোডিয়ান বাহিনীকে সংযমের আহ্বান জানান।

ফেসবুকে দেওয়া এক বার্তায় হুন সেন বলেন, প্রতিশোধের সীমানা ইতোমধ্যেই নির্ধারিত। আমি সব স্তরের কমান্ডারদের প্রতি নির্দেশ দিচ্ছি, যেন তারা কর্মকর্তাদের ও সৈন্যদের সে অনুযায়ী সচেতন করেন।

থাইল্যান্ড জানিয়েছে, সীমান্তের চারটি জেলায় তিন লাখ ৮৫ হাজারের বেশি বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে ৩৫ হাজারের বেশি মানুষকে ইতোমধ্যে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

৮১৭ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্তের বেশ কিছু অনির্ধারিত এলাকা নিয়ে শত বছরেরও বেশি সময় ধরে বিরোধে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। ১৯০৭ সালে ফ্রান্স কম্বোডিয়াকে উপনিবেশ হিসেবে শাসনকালে প্রথম এ সীমান্ত মানচিত্র তৈরি করে।

এ বিরোধ প্রায়ই উত্তেজনা সৃষ্টি করে, যা কখনো কখনো গোলাগুলিতে রূপ নেয়—যেমন ২০১১ সালে এক সপ্তাহব্যাপী গোলাবিনিময়ের ঘটনা—যদিও দেশ দুটির মধ্যে শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা সবসময়ই চলমান।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence