পাকিস্তানে ভারতের আক্রমণ, কী বলছেন রাহুল গান্ধীসহ বিরোধী নেতারা?

০৭ মে ২০২৫, ০১:২০ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১০ PM
আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের ছয়টি স্থানে ভারতের হামলা

আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের ছয়টি স্থানে ভারতের হামলা © সংগৃহীত

পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরের ছয় স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের পাল্টা হামলা ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ওপর ভারত সরকারের এই আক্রমণের পক্ষে জোরালোভাবে সমর্থন জানিয়েছে ভারতের ভারতের বেশ কয়েকটি বিরোধী দলের নেতারা।

প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী নেতা ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধি এক্সে নিজের আইডিতে এক পোস্টে লেখেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। জয় হিন্দ!’

রাহুল গান্ধি একটি জনপ্রিয় হিন্দি বাক্যাংশ ব্যবহার করে পোস্ট করেন। যার অর্থ দাঁড়ায়, ‘ভারতের জয় হোক!’ বা ‘ভারত দীর্ঘজীবী হোক!’

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে এক্সে এক পোস্টে বলেছেন, ‘ভারতীয় সশস্ত্র বাহিনীকে নিয়ে আমরা অত্যন্ত গর্বিত।’

তিনি বলেন, ‘আমরা তাদের দৃঢ় সংকল্প এবং সাহসকে সাধুবাদ জানাই। পহেলগাম সন্ত্রাসী হামলার দিন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস সীমান্তবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার জন্য সশস্ত্র বাহিনী এবং সরকারের সঙ্গে একাত্মভাবে দাঁড়িয়েছে।’

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসিও পাকিস্তানে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’কে স্বাগত জানিয়েছেন।

সূত্র : আল জাজিরা

ধানের শীষে আস্থা রাখলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন হবে: তারে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
প্রশাসনিক অফিসার নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আবে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াতের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা মঙ্গল…
  • ২৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী
  • ২৫ জানুয়ারি ২০২৬
সুপারিশের দেড় মাস পরই কার্যকর হয়েছিল ৮ম পে স্কেল, এবারের বা…
  • ২৫ জানুয়ারি ২০২৬