ভারতের হামলায় কতজন নিহত, জানাল পাকিস্তান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:৩৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১০ PM
কাশ্মীরে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় অন্তত ২৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান।
বুধবার (৭ মে) ভোরে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন পাকিস্তানি আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।
লে. জেনারেল চৌধুরী দাবি করেন, অন্তত ছয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এতে এখন পর্যন্ত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে বুধবার (৭ মে) স্থানীয় সময় রাত ১টার দিকে এই অভিযান শুরু হয়। এই অভিযানে প্রাথমিকভাবে ৯ জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
ভারতের হামলা প্রতিহত করতে গিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। হামলার যথাযথ জবাব দেওয়ার জন্য তারাও তৈরি হচ্ছে বলে হুঁশিয়ার করেছে ইসলামাবাদ।
পাকিস্তান সেনাবাহিনী দাবি করে বলেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকিও গুঁড়িয় দেওয়ার দাবি করেছে তারা।
ভারতের সেনাবাহিনী বলেছে, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে জড়িত থাকার জন্য দায়ী করেছে ভারত সরকার। সেই প্রেক্ষাপটেই এই হামলা শুরু হয়।