পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি হামলা, কোন দেশের কতজন মারা গেলেন?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৮:০৩ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১১ PM
কাশ্মীরকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র—ভারত ও পাকিস্তান। রাতের আঁধারে একে অপরের সীমান্তে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দেশ দু’টি। এতে এখন পর্যন্ত পাকিস্তানে আটজন এবং ভারতে সাতজন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নিহতদের মধ্যে অন্তত দুই শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। ঘটনার পর নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে।
মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে পাকিস্তান শাসিত কাশ্মীর ও দেশটির মূল ভূখণ্ডের অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। দেশটির সেনাবাহিনীর দাবি, এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যেসব স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সেগুলো থেকে ভারত শাসিত কাশ্মীরে ‘সন্ত্রাসী হামলার পরিকল্পনা’ করা হচ্ছিল। তবে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি বলে দাবি করে ভারত।
অন্যদিকে, পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছে। পাকিস্তানি সেনাবাহিনী জানায়, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতের হামলায় এখন পর্যন্ত দুই শিশু সহ অন্তত আটজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৫ জন। দুইজন পাকিস্তানি এখনো নিখোঁজ। ক্ষেপণাস্ত্র আঘাত হানে মুজাফফরাবাদ, কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে ও বাগ অঞ্চলে। হামলায় একটি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘শত্রুরা পাকিস্তানের অভ্যন্তরে পাঁচটি স্থানে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। এই আগ্রাসনের জবাব দেওয়া হবে। বিনা উসকানিতে ভারতের এই হামলার চূড়ান্ত জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে।’
পাকিস্তানি সামরিক সূত্র দাবি করেছে, ভারতীয় দুটি যুদ্ধবিমান ও একটি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে। যদিও এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো মেলেনি।
এর আগে গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল। সেই উত্তেজনার জেরেই এই পাল্টাপাল্টি হামলা বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ খবরে জানা গেছে, নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের শব্দ এখনও শোনা যাচ্ছে।
এদিকে, আন্তর্জাতিক মহলেও এই সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।
ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস জানায়, হামলার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। পরে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা লজ্জার ঘটনা।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি শুধু চাই, এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হোক।’
সূত্র: বিবিসি বাংলা