পাকিস্তানে অভিযানে এক সেনাসহ নিহত ৮
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৯:৩৬ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:৫৫ PM
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ৩ জেলায় সেনাবাহিনী পরিচালিত অভিযানে এক সেনাসদস্য এবং ৮ সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার (৫ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনি ও রোববার উত্তর ওয়াজিরিস্তান, খাইবার ও বান্নু জেলায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। এ অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয়েছে সেনা সদস্যদের এবং এতে নায়েক মুজাহিদ খান (৪০), এই দেশের সাহসী সন্তান মৃত্যুকে আলিঙ্গন করেছেন। এর বাইরে ৮ জন খারিজিকে নরকে পাঠানো হয়েছে।’
নিহত সন্ত্রাসীরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য। সেনবাহিনী অবশ্য কখনও টিটিপির নাম উচ্চারণ করে না, ‘খারিজি’ বা ‘সন্ত্রাসী’ হিসেবেই উল্লেখ করে। বিবৃতিতে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের অভিযান অব্যাহত থাকবে।পাকিস্তানের সেনাবাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে প্রতিজ্ঞাবদ্ধ।’
২০২১ সাল থেকে সন্ত্রাসী হামলার উল্লম্ফন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে। গেল বছর ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।