ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা

০৪ মে ২০২৫, ০৭:১২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০৮ PM

© টিডিসি

ইয়েমেন থেকে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে আঘাত হেনেছে। রবিবার (৪ মে) সকালে চালানো এই হামলায় ছয়জন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা মিসাইলটি ভূপাতিত করার একাধিক চেষ্টা করে ব্যর্থ হয়। পরে একটি বিবৃতিতে জানানো হয়, “বেন গুরিয়ন বিমানবন্দরের এলাকায় একটি আঘাত শনাক্ত করা হয়েছে।” বিমানবাহিনীর প্রতিরক্ষা ইউনিট এই ব্যর্থতার কারণ তদন্ত করছে।

আহতদের মধ্যে রয়েছেন এক ব্যক্তি (বয়স ৫০-এর ঘরে), যিনি পায়ে আঘাত পেয়ে মাঝারি অবস্থায় আছেন। দুই নারী (৫৪ ও ৩৮ বছর) ধাক্কায় আহত হয়েছেন, তবে তারা শঙ্কামুক্ত। আরও একজন (৬৪ বছর বয়সী) হালকা আঘাত পান, যখন মিসাইলের আঘাতে উড়ে যাওয়া বস্তু তার গায়ে লাগে। দুটি নারী (২২ ও ৩৪ বছর) আশ্রয়ের জন্য দৌড়ানোর সময় হালকা আহত হন। আরও দুইজন মানসিক আঘাত (আকস্মিক উদ্বেগ) পেয়েছেন। সবাইকে ইসরায়েলের কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মিসাইলটি একটি প্রবেশপথের পাশে থাকা গাছে ঢাকা ফাঁকা জায়গায় পড়ে।

হামলার আগে সকাল ৯টা ২২ মিনিটে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বাজে। তার পাঁচ মিনিট আগে বাসিন্দাদের মোবাইলে ধাক্কা (push) নোটিফিকেশনের মাধ্যমে সতর্কতা জানানো হয়। সম্প্রতি চালু হওয়া নতুন সতর্কতা ব্যবস্থা এখনও পুরোপুরি কার্যকর নয়, অনেক সময় এলার্ট পাঠাতে ব্যর্থ হয় বা অত্যাধিক এলাকা কভার করে।

হামলার পর প্রায় এক ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ রাখে বেন গুরিয়ন বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে আকাশপথ পুনরায় চালু করা হয়। তবে জার্মান এয়ারলাইন লুফথানসা গ্রুপ (লুফথানসা, সুইস, অস্ট্রিয়ান এয়ারলাইন্স ও ব্রাসেলস এয়ারলাইন্স) রোববারের সব ফ্লাইট বাতিল করেছে। স্প্যানিশ এয়ার ইউরোপাও তেল আবিব-মাদ্রিদ রুটের ফ্লাইট বাতিল করেছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিভিশনে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেন এবং বলেন, ইসরায়েলের বিমানবন্দর আর "নিরাপদ নয়"।

হুতিদের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল-বুখাইতি কাতারভিত্তিক আল-আরাবি চ্যানেলকে বলেন, এই হামলা প্রমাণ করেছে তারা ইসরায়েলের স্পর্শকাতর জায়গায় আঘাত হানার সক্ষমতা রাখে। তিনি আরও বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে আমাদের কোনো লাল-রেখা নেই।”

ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বিকাল ৩টায় বৈঠক করেন। সেখানে ইয়েমেনে হুতিদের ওপর সরাসরি হামলা চালানোর সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়।

সন্ধ্যা ৭টায় নেতানিয়াহু তার নিরাপত্তা মন্ত্রিসভাকে নিয়ে বৈঠকে বসেন। আলোচনার বিষয় ছিল গাজায় হামলার পরিধি বৃদ্ধি, সিরিয়ায় লড়াই, হুতিদের হামলার জবাবসহ অন্যান্য ইস্যু।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, “যারা আমাদের ক্ষতি করবে, তাদের আমরা সাতগুণ জবাব দেব।”

ইসরায়েল এতদিন যুক্তরাষ্ট্রের পরিচালিত অভিযানের কারণে ইয়েমেনে সরাসরি হামলা থেকে বিরত ছিল। তবে বেন গুরিয়নে হামলার পর ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান’কে জানান, “এবার আমাদের আর কোনো সীমাবদ্ধতা নেই।”

বিরোধী দল ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ এ হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে বলেন, “এটা ইয়েমেনের হামলা নয়, এটা ইরানের হামলা। বলিষ্ঠ জবাব দিতে হবে তেহরানকে।”

এই হামলার এক দিন আগেই হুতিরা ইসরায়েলের জেরুজালেম ও দক্ষিণাঞ্চলে আরেকটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল, যেটি সফলভাবে ভূপাতিত করা হয়।

গত ১৮ মার্চ থেকে গাজায় হামলা আবার শুরু করার পর থেকে ইয়েমেনের হুতিরা ইসরায়েলের দিকে অন্তত ২৭টি ব্যালিস্টিক মিসাইল ও বহু ড্রোন ছুড়েছে। এর প্রায় অর্ধেকই প্রতিহত করা হয়েছে, বাকিগুলো পথেই ভূপাতিত হয় বা লক্ষ্যভ্রষ্ট হয়।

হুতিরা—যাদের স্লোগান “আমেরিকাকে মৃত্যু, ইসরায়েলকে মৃত্যু, ইহুদিদের অভিশাপ”—২০২৩ সালের নভেম্বরে ইসরায়েল ও সামুদ্রিক চলাচলের ওপর আক্রমণ শুরু করে, অক্টোবরের হামাস আক্রমণের পরপরই।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুতিদের অবকাঠামো ও নেতৃত্ব লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্স

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9