কানাডার নির্বাচনে ট্রাম্পবিরোধী মার্ক কার্নির দলের জয়

২৯ এপ্রিল ২০২৫, ১১:৪২ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৩ PM
মার্ক কার্নি

মার্ক কার্নি © সংগৃহীত

কানাডার সাধারণ নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি নেতৃত্বাধীন দল লিবারেল পার্টি জয়লাভ করেছে। তবে কার্নির দল ৩৪৩ আসনের হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা, তা এখনো নিশ্চিত নয় বলে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিবিসির  প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

লিবারেল পার্টি এখন পর্যন্ত ১৬৩টি আসনে জয় পেয়েছে। নিকট প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ পেয়েছে ১৪৯ আসন। এ ছাড়া ব্লক কুইবেকোইস ২৩টি, নিউ ডেমোক্র্যাট পার্টি ৭টি এবং গ্রিন পার্টি ১টি আসন পেয়েছে। 

সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে দেশটির যেকোনও দলকে ১৭২টি আসনে জয় পেতে হবে। বিবিসি বলছে, লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন না পেলেও মার্ক কার্নিই যে প্রধানমন্ত্রী থাকবেন, তা অনেকটা নিশ্চিত। 

এদিকে এরই মধ্যে লিবারেল পার্টির অফিসে সমর্থকরা উল্লাস শুরু করেছেন। তবে দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে কিনা- এর জন্য সমর্থকরা অধীরে অপেক্ষা করছেন। ধারণা করা হচ্ছে, শিগগিরই মার্ক কার্নি সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ক্রমাগত হুমকির মধ্যে দেশটিতে গতকাল এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মার্ক কার্নি তার নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের এসব হুমকির ক্রমাগত বিরোধিতা করে আসছিলেন।

ভোগান্তির দায় প্রশাসনের, ক্যাম্পাসে যথারীতি উপস্থিত ছিলাম: …
  • ২৫ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার কারণে সমাবেশের তারিখ পরিবর্তন জামায়াতের
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাজশাহী-গাজীপুরসহ ১৩ জেলার প্রাথমিকের ভাইভার সূচি প্রকাশ
  • ২৫ জানুয়ারি ২০২৬
মেডিকেল-ডেন্টাল ভর্তি: প্রথম মাইগ্রেশনে সুযোগ পেলেন ১০২ শিক…
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাবির সাংবাদিকতা বিভাগে প্রথিতযশা দুই সাংবাদিকের নামে শিক্ষ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত-ছাত্রী সংস্থার নারী কর্মীরা ভোট চাইতে গেলে পুলিশ ডে…
  • ২৫ জানুয়ারি ২০২৬