ভারতের সামরিক আক্রমণ আসন্ন, পারমাণবিক অস্ত্রের হুমকি পাকিস্তানের

খাজা মুহাম্মদ আসিফ
খাজা মুহাম্মদ আসিফ  © সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলার পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানে ভারতের সামরিক আক্রমণ আসন্ন বলে মন্তব্য করেছেন ইসলামাবাদের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সোমবার (২৮ এপ্রিল) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

খাজা মুহাম্মদ আসিফ বলেন, প্রতিবেশী ভারতের সামরিক অনুপ্রবেশ আসন্ন। ভারতের বক্তব্য ক্রমশ তীব্র হচ্ছে এবং পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় আক্রমণের সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে।

তবে ভারতের সামরিক অনুপ্রবেশ কেন আসন্ন বলে মনে করছে পাকিস্তান, সে বিষয়ে খাজা আসিফ বিস্তারিত কিছু বলেননি।

তিনি উল্লেখ করেন, আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি। কারণ, এটি এমন কিছু যা এখন আসন্ন। তাই সেই পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।

কাশ্মীর হামলার পর দুই সন্দেহভাজনকে পাকিস্তানি হিসেবে চিহ্নিত করে ভারত। ইসলামাবাদ এতে কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করেছে এবং বৈশ্বিকভাবে নিরপেক্ষ তদন্তের জন্য আহ্বান জানিয়েছে।

খাজা আসিফ আরও বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। আমাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি থাকলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence