যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ছোড়া গুলিতে নিহত ২, আহত ৬

ঘটনাস্থলে পুলিশের অবস্থান
ঘটনাস্থলে পুলিশের অবস্থান  © রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইউনিভার্সিটিতে গুলি চালিয়ে দুইজনকে হত্যা করেছে ২০ বছর বয়সি এক শিক্ষার্থী। এ হামলায় আরও ছয়জন আহত হয়েছেন। ওই ‘হামলাকারী’ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ফিনিক্স ইকনার। শুক্রবার (১৮ এপ্রিল) সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফ্লোরিডা ইউনিভার্সিটির টালাহাসি ক্যাম্পাসের স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিংয়ের কাছে দুপুরের খাবারের সময় আচমকাই ঢুকে গুলি চালাতে শুরু করেন এক ব্যক্তি। এরপর আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করে।

পরে পুলিশ ফিনিক্স ইনকারকে গুলি করে আহত করে হাসপাতালে নিয়ে যায়। হামলার উদ্দেশ্য  এখনো পরিষ্কার নয়। বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছে, নিহতরা ছাত্র ছিলেন না। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এক প্রত্যক্ষদর্শী বলছেন, ৮ থেকে ১০ রাউন্ড গুলি চলে। হঠাৎ এক ব্যক্তি বন্দুক নিয়ে বেরিয়ে আসে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।  

অন্য এক শিক্ষার্থী ব্লেক লিওনার্ড বলেন, ‘আমি প্রথমে ভাবলাম এটা নির্মাণ কাজের আওয়াজ। তারপর আমি পেছনে তাকিয়ে দেখি, ইউনিয়নের দিক থেকে লোকজন দৌড়ে আসছে। এরপর আরও ১২-১৫টি গুলির শব্দ পাই, তখন আমিও দৌড়ে পালাতে শুরু করি।’

পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী ওই যুবক লিওন কাউন্টি শেরিফের ডেপুটির ছেলে। তিনি নিজেও কাউন্টি শেরিফ অফিসের ইয়ুথ অ্যাডভাইজরি কাউন্সিলের সঙ্গে যুক্ত। এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে, অভিযুক্ত যুবক তার মায়ের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়েই হামলা চালিয়েছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence