নাটোরে ১০ হাজার শিক্ষার্থীর হাতে গ্রীন ভয়েসের চারাগাছ

গ্রীন ভয়েস শিক্ষার্থীর হাতে চারাগাছ তুলে দিয়েছে
গ্রীন ভয়েস শিক্ষার্থীর হাতে চারাগাছ তুলে দিয়েছে  © টিডিসি ফোটো

নাটোরের লালপুর উপজেলায় পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার শিক্ষার্থীর হাতে বিনামূল্যে চারাগাছ তুলে দিয়েছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে দিনব্যাপী এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

রবিবার (২০ জুলাই)। উদ্যোগটির মূল লক্ষ্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং আগামী প্রজন্মকে সবুজ ভাবনায় উদ্বুদ্ধ করা।

আয়োজকরা জানান, ফলজ, বনজ ও ভেষজসহ নানা প্রজাতির চারা শিক্ষার্থীদের দেওয়া হয়েছে যাতে তারা নিজ নিজ বাড়ি, স্কুলপ্রাঙ্গণ বা আশপাশের খালি জায়গায় তা রোপণ করতে পারে। কর্মসূচির প্রতিপাদ্য ছিল: ‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে।’

আরও পড়ুন: জুলাই শহীদ পরিবার পাচ্ছে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র

চারাবিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েসের লালপুর শাখার উপদেষ্টা আব্দুল মোত্তালেব রায়হান। উপস্থিত ছিলেন লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, লালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারহানুর রহমান, গ্রীন ভয়েস লালপুর শাখার সভাপতি সজিবুল হৃদয়, সাধারণ সম্পাদক আল আমিন ও সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উপদেষ্টা আব্দুল মোত্তালেব রায়হান বলেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি গাছ লাগিয়ে সেটি লালন-পালন করুক। আজ ১০ হাজার শিক্ষার্থীকে গাছের চারা দিয়েছি—আমরা ভবিষ্যৎ প্রজন্মের হাতে শুধু গাছ নয়, দায়িত্ব তুলে দিচ্ছি। এটা আমাদের সবুজ আন্দোলনের এক বড় পদক্ষেপ।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence