পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ রোধে যা জানাল আইসিডিডিআর,বি

১৯ জুন ২০২৫, ১০:০৯ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ১২:০৭ AM
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করে আইসিডিডিআর,বি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করে আইসিডিডিআর,বি © টিডিসি ফটো

‘প্লাস্টিক দূষণ বন্ধ করি’—এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীতে আজ এক ব্যতিক্রমী আয়োজন করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। আয়োজনে অংশ নেন তিন শতাধিক গবেষক, শিক্ষার্থী, উন্নয়নকর্মী, সরকারি কর্মকর্তা ও পরিবেশকর্মী।

বৃহস্পতিবার (১৯ জুন) মহাখালিস্থ আইসিডিডিআর,বি-এর সাসাকাওয়া অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তথ্য তুলে ধরা হয়। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, ‘পরিবেশগত সমস্যার সমাধান সুস্বাস্থ্যের পূর্বশর্ত। সিসা দূষণ ও আবর্জনার স্তূপ থেকে উৎপন্ন ব্যাকটেরিয়া অপুষ্টি ও মানসিক বিকাশে বাধা তৈরি করে।’ তিনি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নগরের তাপমাত্রা বৃদ্ধি ও প্লাস্টিক দূষণ রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: ইরান থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান জানালেন স্টারমার

অনুষ্ঠানে পরিবেশবান্ধব ও প্রমাণ-ভিত্তিক গবেষণার নানা দিক তুলে ধরেন এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ওয়াশ প্রোগ্রামের প্রধান ড. মো. মাহবুবুর রহমান। আলোচনা হয় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার, প্রাকৃতিক তন্তুর পোশাক গ্রহণ, কমিউনিটি পর্যায়ে বর্জ্য সংগ্রহ এবং পরিবেশবান্ধব শিল্প নীতিমালার ওপর।

গুরুত্ব পায় সিসা দূষণ নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি। হলুদ গুঁড়োয় ব্যবহৃত লেড ক্রোমেট বন্ধে সরকারের পদক্ষেপে সিসা দূষণ ২৭% থেকে কমে ০%-এ এসেছে। এছাড়া বাতাস, পানি ও খাদ্য থেকে সিসা দূর করতে গৃহীত নীতিমালার উল্লেখ করা হয়।

একই সঙ্গে ইটভাটার ধোঁয়া কমাতে কম খরচে উদ্ভাবনী প্রযুক্তির ফলাফলের কথা জানানো হয়—২৩% কয়লা ব্যবহার হ্রাস ও পিএম২.৫ নির্গমন ২০% কমেছে। গ্রীষ্মকালে শ্রমিকদের হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে করণীয় নিয়েও আলোচনা হয়। 

উল্লেখযোগ্য অংশ ছিল গবেষণা ও আলোকচিত্র প্রতিযোগিতা। পাঁচ শতাধিক গবেষণা অ্যাবস্ট্রাক্ট থেকে নির্বাচিত হয় তিনটি সেরা গবেষণা- জাহাঙ্গীরনগরের ফারহানা মুস্তারিন উপস্থাপন করেন তাপপ্রবাহ রোধে প্রকৃতি-ভিত্তিক সমাধান। নর্থ সাউথের শাবিহা সুলতানা নূহা তুলে ধরেন খাদ্যবর্জ্য থেকে তৈরি পরিবেশবান্ধব কাটলরি। ইস্ট ওয়েস্টের শরাফ নওয়ার ব্যাখ্যা করেন ঢাকার ল্যান্ডফিল থেকে প্লাস্টিক হজমকারী সিউডোমোনাস ব্যাকটেরিয়ার সম্ভাবনা।

আরও পড়ুন: করোনায় যশোরে একদিনে দুইজনের মৃত্যু

আলোকচিত্র প্রতিযোগিতায় ১,১০০ ছবি জমা পড়ে। শীর্ষ তিন পুরস্কার জেতেন মো. আল-আমিন ইসলাম, মো. শাজাহান এবং কাজী আরিফুজ্জামান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। তিনি বলেন, `প্লাস্টিক দূষণ মোকাবিলায় প্রতিটি নাগরিকের সম্মিলিত অঙ্গীকারের পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' বিশেষ অতিথি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান বলেন, `আইসিডিডিআর,বি-র গবেষণা আমাদের নীতিনির্ধারণে সহায়ক হবে। সামষ্টিক উদ্যোগেই আমরা টেকসই পরিবর্তন আনতে পারি।' অনুষ্ঠানের শেষ অংশে পুরস্কৃত হন গবেষক, ফটোগ্রাফার ও পরিবেশপ্রেমী তরুণেরা। 

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন
  • ১০ জানুয়ারি ২০২৬
নদীর পাড়ে পড়েছিল চোখ উপড়ে ফেলা মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতার প্রার্থিতা বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন
  • ১০ জানুয়ারি ২০২৬
কক্সবাজারে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের দুই সদ…
  • ১০ জানুয়ারি ২০২৬
নারী কর্মীদেরকে হেনস্থার জেরে বিএনপি ও জামায়াত সমর্থিত বিডি…
  • ১০ জানুয়ারি ২০২৬
অবৈধ অস্ত্রে হত্যাকান্ড ঘটিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে…
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9