তরুণদের জলবায়ু আন্দোলনে যুক্ত করতে ‘অপারেশন গ্রিনফোর্স ৫.০’ চালু করলো আর্থস অ্যান্টস

আর্থস অ্যান্টসের `অপারেশন গ্রিনফোর্স ৫.০
আর্থস অ্যান্টসের `অপারেশন গ্রিনফোর্স ৫.০  © টিডিসি ফটো

জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে যখন বিশ্বজুড়ে সচেতনতা জোরদার হচ্ছে, তখন দেশের তরুণদের পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করতে নতুন এক উদ্যোগ নিয়েছে পরিবেশভিত্তিক সংগঠন আর্থস অ্যান্টস। সংগঠনটির জাতীয় পর্যায়ের নিয়োগ ও নেতৃত্ব বিকাশ কর্মসূচি ‘অপারেশন গ্রিনফোর্স ৫.০’ সম্প্রতি যাত্রা শুরু করেছে। নবম শ্রেণি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত দেশের যেকোনো পর্যায়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন, নেতৃত্বের বিকাশ এবং জলবায়ু আন্দোলনের অংশ হওয়ার সুযোগ পাচ্ছেন।

সংগঠনটি বলছে, উদ্যমী তরুণ পরিবেশ কর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত এই সংস্থাটি দীর্ঘদিন ধরেই কার্যকর গ্রাসরুট পর্যায়ে কাজ করে যাচ্ছে, যারা কেবল সচেতনতা নয়, বরং বাস্তবিক পরিবর্তনেও বিশ্বাসী। তাদের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প যেমন: সাসটেইনোভেট সিজন ১.০, ইকোমার্ভেল: নেচার মিটস দ্য শাটার, ক্লাইমেটমাইন্ড চ্যালেঞ্জস ২০২৩ ও আর্থস অ্যান্টস ফেস্টো ম্যানিয়া সিজন-১ ইতোমধ্যেই শিক্ষার্থী, পেশাজীবী ও গ্রামীণ জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণিকে অন্তর্ভুক্ত করে সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

আর্থস অ্যান্টসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম বলেন, আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি শিক্ষার্থী জানুক যে তার মধ্যেও পরিবর্তন আনার শক্তি আছে। ‘অপারেশন গ্রিনফোর্স ৫.০’ এর মাধ্যমে আর্থস অ্যান্টস সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে—দেশের প্রতিটি প্রান্তের তরুণদের যুক্ত করছে বৈশ্বিক জলবায়ু নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে।

কীভাবে যুক্ত হবেন

‘অপারেশন গ্রিনফোর্স ৫.০’ যুক্ত হতে চারটি ধাপে সদস্য নির্বাচন সম্পন্ন করতে হবে।

১. আবেদনপত্র জমা: অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ফর্মে আগ্রহ ও প্রেরণা তুলে ধরতে হবে, যাতে সংস্থার উদ্দেশ্য ও প্রার্থীর উদ্দেশ্যের সামঞ্জস্য নির্ধারণ করা যায়। আবেদন লিংক এখানে দেখুন

২. সাক্ষাৎকার (অনলাইন/অফলাইন): সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে আগ্রহ, প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ অবদান যাচাই করা হবে।

৩. সাধারণ সদস্যপদ: যোগ্য প্রার্থীদের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং আগ্রহ ও দক্ষতা অনুযায়ী নির্ধারিত বিভাগে দায়িত্ব দেওয়া হবে।

৪. অগ্রগতির সুযোগ: সক্রিয় ও নিবেদিত সদস্যরা এক্সিকিউটিভ অফিসার হিসেবে উন্নীত হওয়ার সুযোগ পাবেন।

অংশগ্রহণকারীদের যেভাবে কাজ করতে হবে

চারটি মূল বিভাগে কাজ করতে হবে— আইটি ও গ্রাফিকস: ডিজাইন, অ্যানিমেশন ও ক্যাম্পেইনের কনটেন্ট নির্মাণ, মার্কেটিং ও জনসংযোগ: প্রচার, সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া ও অংশীদার সংস্থার সঙ্গে যোগাযোগ, ইভেন্ট ও অপারেশনস: ওয়ার্কশপ, ওয়েবিনারসহ কার্যক্রম বাস্তবায়ন, গবেষণা ও প্রকাশনা: জলবায়ু বিষয়ক প্রবন্ধ, ইনফোগ্রাফিক ও গবেষণাধর্মী কনটেন্ট তৈরি

যা পাবেন অংশগ্রহণকারীরা

এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা জলবায়ু প্রকল্পে কাজের অভিজ্ঞতা, জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজের সুযোগ, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা এবং একটি সক্রিয় নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুবিধা পাবেন।

দেশের প্রান্তিক থেকে শুরু করে শহরের প্রতিটি তরুণের মধ্যে জলবায়ু সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করছে আর্থস অ্যান্টস। অপারেশন গ্রিনফোর্স ৫.০ সেই চলমান অভিযানেরই একটি বড় ধাপ—যেখানে তরুণদের শুধু স্বপ্ন নয়, উদ্যোগ গ্রহণের পথও তৈরি করে দেওয়া হচ্ছে। ভাবুন, বাঁচুন, এবং পিঁপড়ের মতো কাজ করুন—এই স্লোগান নিয়েই আর্থস অ্যান্টস এগিয়ে যাচ্ছে টেকসই ভবিষ্যতের পথে।


সর্বশেষ সংবাদ