প্রতীকী ছবি © সংগৃহীত
দেশজুড়ে বিরাজ করছে তীব্র ভ্যাপসা গরম। অধিকাংশ এলাকায় কয়েকদিন ধরে বৃষ্টিহীন আবহাওয়া থাকায় দিন-রাতের তাপমাত্রা বেড়েই চলেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের কিছু কিছু ছোট এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সার্বিকভাবে তাপপ্রবাহ প্রশমনের সম্ভাবনা খুব একটা নেই।
বিশেষজ্ঞরা বলছেন, মাটি ও বায়ু দুটোই যখন রোদের তাপে অতিমাত্রায় গরম হয়ে ওঠে, তখন সেগুলো ঠান্ডা করতে প্রয়োজন হয় পর্যাপ্ত ঝড়বৃষ্টি বা দীর্ঘমেয়াদি শীতল বায়ুপ্রবাহ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটুকু বৃষ্টি হচ্ছে, তা হচ্ছে খুব স্বল্প সময়ের জন্য—মাঝে মধ্যে ২ থেকে ৪ মিনিট। এতে সাময়িক স্বস্তি তো মিলছেই না, বরং মাটিতে জমে থাকা ‘সুপ্ততাপ’ বেরিয়ে এসে গরমের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে।
আবহাওয়াবিদদের ভাষ্য মতে, বায়ুমণ্ডলে থাকা অতিরিক্ত জলীয়বাষ্পও এই অস্বস্তিকর অনুভূতির একটি বড় কারণ। বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকার ফলে শরীর ঘামে বেশি, কিন্তু সেই ঘাম শুকাতে না পারায় গরম বেশি অনুভূত হয়।
তবে আশার খবরও আছে। যেসব এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে ২০ থেকে ৪০ মিনিট পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে, সেখানে আবহাওয়া অনেকটাই শীতল হয়ে পড়েছে। ফলে তুলনামূলকভাবে সেসব অঞ্চলে গরমের দাপট কিছুটা কম।
আবহাওয়া অফিস বলছে, দেশের অধিকাংশ এলাকায় এমন অস্বস্তিকর ভ্যাপসা গরম আরও অন্তত তিন দিন থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং তা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
এই অবস্থায় চিকিৎসক ও আবহাওয়াবিদরা বেশি করে পানি পান, ছায়াযুক্ত স্থানে অবস্থান এবং দুপুরের রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।