বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ মে ২০২৫, ০৮:৫৫ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৭:১৬ PM

দেশজুড়ে কয়েকদিন ধরে চলা প্রচণ্ড দাবদাহের মধ্যে রোববার (১১ মে) কিছু এলাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বেশির ভাগ এলাকায় আজও মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার দেশের উত্তর ও উত্তর–পূর্বাঞ্চলের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়াবিদেরা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, আজ দেশের তাপমাত্রা এমনই থাকবে। তবে আগামীকাল সোমবার দেশের কয়েকটি বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। এটি বিস্তৃত হয়ে মঙ্গলবার সারাদেশের অধিকাংশ স্থানে হতে পারে। বৃষ্টি হলে গরম কমবে। বৃষ্টি না থাকলে তাপমাত্রা বাড়তে থাকবে। তবে এরপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে।
তাপপ্রবাহ পুরোপুরি প্রশমিত হতে পারে ১৮ মে’র দিকে। এরপর থেকে তাপমাত্রা কমবে ও বৃষ্টি বাড়বে, যোগ করেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল অন্তত ৭ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। আগের দিন শুক্রবার শুধু রাজশাহী ও চুয়াডাঙ্গাতেই তীব্র তাপপ্রবাহ ছিল। গতকাল চুয়াডাঙ্গা ছাড়াও রাজশাহী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়।