প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত টেলিযোগাযোগ, ৫৯০৪ সাইট বন্ধ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত টেলিযোগাযোগ
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত টেলিযোগাযোগ  © প্রতীকী ছবি

নিম্নচাপজনিত ঝড় ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়েছে টেলিযোগাযোগ খাতেও। এতে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।

শুক্রবার (৩০ মে) পর্যন্ত ৫ হাজার ৯০৪টি মোবাইল নেটওয়ার্ক সাইট বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব।

তিনি জানান, মোট ৮ হাজার ২৬২টি সাইটে মেইনস পাওয়ার (বিদ্যুৎ সরবরাহ) ব্যর্থ হয়েছে, যা মোট সাইটের ৪৪ শতাংশ। বর্তমানে চালু রয়েছে ৬৪ দশমিক ২ শতাংশ সাইট।

বর্তমানে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

পরিস্থিতি মোকাবেলায় টেলিযোগাযোগ সেবা কর্মীরা নিরলসভাবে কাজ করছে। এরই মধ্যে ৬২৪টি পোর্টেবল জেনারেটর সংযুক্ত করা হয়েছে এবং আরও ৫০৪টি পথে রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরোপুরি নেটওয়ার্ক সচল করা সম্ভব নয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ