গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে, ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা

৩০ মে ২০২৫, ০৮:৩০ AM , আপডেট: ০১ জুন ২০২৫, ১২:০৬ PM
বঙ্গোপসাগরে নিম্নচাপে উত্তাল সমুদ্র

বঙ্গোপসাগরে নিম্নচাপে উত্তাল সমুদ্র © সংগৃহীত

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। গতকাল বৃহস্পতিবার রাতেই এটি স্থলভাগে উঠে আসে। আর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। আজ শুক্রবার (৩০ মে) সারা দিন এর প্রভাবে দেশের পাঁচটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলে জোয়ারের পানি ও প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপটি ভারতের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্য দিয়ে উপকূল অতিক্রম করে বর্তমানে সাতক্ষীরা ও এর আশপাশে অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হচ্ছে। তবে এর প্রভাবে শুক্রবার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং দিনভর তা অব্যাহত থাকতে পারে। রাজধানীতে সকাল থেকেই মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। শনিবারও রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, বিধ্বস্ত কুয়াকাটার মেরিন ড্রাইভ

গত মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়, যা ধীরে ধীরে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত শুরু হয়। গতকাল সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদী কোর্টে, যেখানে ১৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতে বৃষ্টি হয়েছে ৮৬ মিলিমিটার।

অতি বৃষ্টির কারণে রাজধানীসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, ভোলা, বরগুনাসহ বিভিন্ন এলাকায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু এলাকায় ভেঙে পড়েছে নদী বাঁধ, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। উপকূলের মানুষ পড়েছে চরম দুর্ভোগে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলেও নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। তবে এর পরও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আরও কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইরানে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ
  • ০৯ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে আবারও পররাষ্ট্র উপদেষ্টা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
‘নাসিরকে বল দেওয়া জীবনের অন্যতম বড় ভুল’
  • ০৯ জানুয়ারি ২০২৬
দুই মাসের আমদানি বিল পরিশোধে রিজার্ভ নামলো ৩২ বিলিয়নে
  • ০৯ জানুয়ারি ২০২৬
চলমান বিক্ষোভে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • ০৯ জানুয়ারি ২০২৬
নাটোর-১ আসনে বিএনপির একাধিক প্রভাবশালী প্রার্থী, ফুরফুরা জা…
  • ০৯ জানুয়ারি ২০২৬