রাকসুর প্রচারণায় নেমেছেন ছাত্রশিবির-ছাত্রদল প্যানেলের নেতাকর্মীরা

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ PM
বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে প্রচারণায় অংশ নিতে দেখা যায় ছাত্রদল ও ছাত্রশিবিরের প্যানেলের নেতাকর্মীদের

বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে প্রচারণায় অংশ নিতে দেখা যায় ছাত্রদল ও ছাত্রশিবিরের প্যানেলের নেতাকর্মীদের © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনের প্যানেল ঘোষণার পর এবার নির্বাচনী প্রচারণায় নেমেছেন ছাত্রশিবির সমর্থিত ‌‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ও ছাত্রদল মনোনীত প্যানেলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে প্রচারণায় অংশ নিতে দেখা যায় দুই প্যানেলের নেতাকর্মীদের। 

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ করছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর। এ সময় একই জায়গায় প্রচারণা চালাতে গিয়ে দেখা হয় শীর্ষ এই দুই দলের ভিপি পদপ্রার্থীদের। এ সময় দুজন সাক্ষাৎ করেন এবং একে অপরের প্রতি সহযোগিতার প্রত্যাশা দেন।

এ সময় রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা রাকসু নির্বাচনের কার্যক্রমকে কেন্দ্র করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের বন্ধুপ্রতিম সংগঠন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবীর ভাইও শিক্ষার্থীদের মাঝখানে রাকসু নির্বাচনের আমেজ ফিরিয়ে আনতে কাজ করছেন।’

আরও পড়ুন: ঢাবি ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ছাত্রদলের

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের পর ছাত্রলীগ ব্যতীত আমরা সবাই এক। এখানে আমরা কেউ একে অপরের প্রতিদ্বন্দ্বী নই, বরং আমরা সবাই প্রতিযোগী। আজ যদি ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তবে রাকসু নির্বাচনের আমেজও শিক্ষার্থীদের মধ্যে ফিরে আসবে এবং মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে প্রতিফলিত হবে। রাকসু নির্বাচনে যেই প্রার্থী জিতুক জয় হবে আমাদের সবার।’

ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, ‘ইতোমধ্যেই রাকসুর আমেজ শিক্ষার্থীদের মধ্যে ফিরে এসেছে। যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে গণসংযোগ করার অনুমতি নেই, তাই আমরা শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হচ্ছি এবং সবার কাছে দোয়া চাইছি। আমরা সকলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রাকসু নির্বাচনের ফলাফল যাহোক না কেন, আমাদের লক্ষ্য শিক্ষার্থীবান্ধব কার্যক্রম করা। দলমত নির্বিশেষে আমরা সবাই রাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব।’

আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫