আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিচালনার ইনকিলাব...
বিনোদন শুধুই আনন্দ নয়; এটি মানুষের মনন, মূল্যবোধ এবং সামাজিক বন্ধনের গভীর উৎস। একটি দেশের পরিচয় শুধুমাত্র তার ভূগোল বা রাজনৈতিক ইতিহাসে সীমাবদ্ধ থাকে না; প্রকৃত পরিচয় লুকিয়ে থাকে সংস্কৃতি, শিল্প–সাহিত্য ও বিনোদনের জগতে। বাংলাদেশের সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ। এখানে চলচ্চিত্র, সঙ্গীত, নাটক, নৃত্য, সাহিত্য, লোকগাথা, কারুশিল্প, বাউলমত এবং আধুনিক শিল্পকলার এক অনন্য মিলন ঘটেছে। দেশের সামাজিক ও মানসিক জীবনে গভীর প্রভাব রেখেছে।
বাংলাদেশের সংস্কৃতির শিকড় বহু প্রাচীন। পাল-সেন যুগ, মধ্যযুগের সুফি ও বাউলধারা থেকে শুরু করে নদীমাতৃক গ্রামীণ জীবনের লোকসংগীত, পালাগান, যাত্রাপালা ও নাট্যমঞ্চ ইত্যাদি সবই আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। লালনের গান, বিজয়ের গান, রবীন্দ্র-নজরুলের সুর ও বাণী সব মিলিয়ে বাংলার সাংস্কৃতিক মানচিত্রকে সমৃদ্ধ করেছে।
চলচ্চিত্র বাংলাদেশের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। ১৯৫৬ সালে ‘মুখ ও মুখোশ’ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্র যাত্রা শুরু হলেও জহির রায়হান, খান আতাউর রহমান, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলামসহ অসংখ্য নির্মাতার হাত ধরে এ শিল্প আরও সমৃদ্ধ হয়েছে। সাম্প্রতিক সময়ে ‘অজ্ঞাতনামা’, ‘দেবী’, ‘হাওয়া’, ‘পরাণ’ এবং ‘বিউটি সার্কাস’-এর মতো চলচ্চিত্র নতুন প্রজন্মকে হলে ফিরিয়ে এনেছে। চলচ্চিত্র যেমন বিনোদন দেয়, তেমনি সমাজের সমস্যা ও সম্ভাবনার প্রতিচ্ছবিও তুলে ধরে।
নাটক ও টেলিভিশনও বাংলাদেশের সংস্কৃতিতে অনন্য অবদান রেখেছে। সেলিম আল দীনের নাট্যধারা, পথনাটক, বিটিভির সোনালি যুগ, বাবু ভাই ও মামুনুর রশিদের নাটক, হুমায়ূন আহমেদের নাট্যরীতি সবই দর্শকের স্মৃতিতে অমলিন। আজকের তরুণ প্রজন্ম ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্ম এবং সাপ্তাহিক নাটকের মাধ্যমে নতুন ধারার সৃষ্টি করছে।
গান বাংলাদেশের মানুষের হৃদস্পন্দন। লোকসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, বাউল, আধুনিক গান ও ব্যান্ড—সবই মানুষের মন ভরিয়ে দেয়। মাইলস, এলআরবি, নগরবাউল, ওয়ারফেজের ব্যান্ডসংগীত তরুণ প্রজন্মকে উজ্জীবিত করেছে। একইভাবে আব্দুল আলীম, আব্দুল জব্বার ও সাবিনা ইয়াসমিন প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে রেখেছে।
নৃত্য, চারুকলা, মৃৎশিল্প, কারুশিল্প সবই দেশের সংস্কৃতির বহুমাত্রিক রূপ। বাংলা নববর্ষ, পহেলা ফাল্গুন, বৈশাখী মেলা এই সংস্কৃতিকে আরও প্রাণবন্ত করে তোলে।
বিনোদন ও সংস্কৃতি জাতির মানসিকতা, সহনশীলতা ও মানবিকতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। যেখানে সংস্কৃতিচর্চা সক্রিয়, সেখানে উগ্রবাদ, ঘৃণা ও অসহিষ্ণুতা জায়গা পায় না। বাংলাদেশে তরুণ প্রজন্ম প্রতিদিন নতুন ভাবনা, প্রযুক্তি ও দৃষ্টিভঙ্গি নিয়ে এই সংস্কৃতি চর্চাকে পুনর্নির্মাণ করছে।
দ্য ডেইলি ক্যাম্পাস বিনোদন ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দর্পন। তারুণ্যের আকর্ষণের কেন্দ্রবিন্দু। দেশ-বিদেশের শিল্প, সাহিত্য, সঙ্গীত, নৃত্য ও চিত্রকলা সংক্রান্ত সংবাদ, প্রতিবেদন ও ফিচার এখানে নিয়মিত প্রকাশিত হয়। এ বিভাগে ‘সাহিত্য’, ‘আলোকচিত্র’, ‘সঙ্গীত ও নৃত্য’, ‘চিত্রকলা’, ‘ফ্যাশন’ এবং ‘শোবিজ’ উপবিভাগ রয়েছে। প্রতিটি বিভাগে পাঠক পাবেন বিনোদন ও সংস্কৃতির অঙ্গনের সর্বশেষ আপডেট।