ঐশ্বরিয়াকে বিয়ের ইচ্ছা প্রকাশ পাকিস্তানি মুফতি আবদুল কাভির

ঐশ্বর্য রাই বচ্চন ও মুফতি আবদুল কাভি
ঐশ্বর্য রাই বচ্চন ও মুফতি আবদুল কাভি  © সংগৃহীত

ঐশ্বর্য রাই বচ্চন, তাঁর অভিনয় ও রূপের ছটায় মুগ্ধ দেশ ও বিদেশের অগণিত মানুষ। শুধু তাই নয়, রাই সুন্দরীর পুরুষ অনুরাগীর সংখ্যা ঠিক কতটা তা আলাদা করে বলে বোঝানোর প্রয়োজন হয় না। এবার তাঁকে বিয়ের ইচ্ছাপ্রকাশ করলেন পাকিস্তানের মুফতি আবদুল কাভি। শুধু তাই নয়, বিস্ফোরক মন্তব্য করেন তিনি। অভিষেকের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেই নাকি ঐশ্বর্যর সঙ্গে শুভ কাজ সেরে ফেলবেন তিনি। এমনটাই নাকি তাঁর পরিকল্পনা। সম্প্রতি এক পডকাস্টে এই ইচ্ছাপ্রকাশ করেন কাভি।

তিনি বলেন, অভিষেক-ঐশ্বর্যর মধ্যে চলা নানা সমস্যা সম্পর্কে তিনি অবগত। সঙ্গে বলেন, ‘তাঁদের দু’জনের বিবাহবিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বর্য আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তবে আমি কখনই চাই না যে তাঁদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি সত্যিই তাঁদের মধ্যে এরকম কিছু হয় তাহলে নিশ্চয়ই ঐশ্বর্য আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

কাভির কথায় প্রশ্ন ছোড়েন পডকাস্টার। তিনি জিজ্ঞেস করেন, ‘একজন অমুসলিমকে কীভাবে আপনি বিয়ে করবেন?’ তার উত্তরে কাভি বলেন, ‘ঐশ্বর্যকে ইসলাম ধর্মে দীক্ষিত করে ওর নাম রাখব আয়েশা। আর তারপরেই বিয়ে করব। ঐশ্বর্য রাইয়ের মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়েশা কাভি। এটা দেখে আমার সত্যিই মজা লাগবে।’

তবে এই প্রথম নয়, মাঝেমাঝেই নানা বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে আসেন পাকিস্তানের মৌলবী মুফতি আবদুল কাভি। ঐশ্বর্যকে নিয়ে এমন মন্তব্য করার আগে তিনি রাখি সাওয়ান্তকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছিলেন। বলেছিলেন রাখি তার উপদেশ মেনেই নাকি ধর্ম ও একইসঙ্গে নাম পরিবর্তন করে রেখেছেন ফাতিমা। রাখিকেও এর আগে বিয়ের ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। আর এবার ঐশ্বর্যকে নিয়ে তার এমন মন্তব্যে রীতিমতো তোলপাড় নেটপাড়া।

সূত্র: সংবাদ প্রতিদিন


সর্বশেষ সংবাদ