অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপে প্রশিক্ষণ ও ভ্রমণের সুযোগ, থাকছে ভাতা-আবাসনসহ নানা সুবিধা

১৭ নভেম্বর ২০২৫, ০২:২৪ PM
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপে প্রশিক্ষণ নিতে চাইলে আবেদন করুন দ্রুতই

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপে প্রশিক্ষণ নিতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থী ও পেশাজীবীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্বল্পমেয়াদি বেতনযুক্ত ফেলোশিপের আওতায় প্রশিক্ষণ ও ভ্রমণের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ ২০২৬-এ নির্বাচিতদের এই সুযোগ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৬ জানুয়ারি ২০২৬। 

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ প্রোগ্রামটি পরিচালনা করে দেশটির ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি)। ফেলোশিপের মেয়াদ ২ থেকে সর্বোচ্চ ৫২ সপ্তাহ পর্যন্ত।

সুযোগ-সুবিধা

*যাতায়াতের জন্য বিমান টিকিটের সম্পূর্ণ খরচ বহন করা হবে;

*প্রশিক্ষণসম্পর্কিত সব খরচ কভার করা হবে;

*থাকা ও দৈনন্দিন ব্যয়ের ভাতা প্রদান করা হবে;

*চিকিৎসাবিমা সুবিধা থাকবে;

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, আবেদন করুন ইউএনডিপি-ওয়াশিংটন ২০২৬ ইন্টার্নশিপে

অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্র

. জলবায়ু পরিবর্তন, অভিযোজন, স্থিতিশীলতা ও সবুজ জ্বালানির রূপান্তর;

২. স্বাস্থ্য;

৩. লিঙ্গসমতা, প্রতিবন্ধী অন্তর্ভুক্তি ও সামাজিক অন্তর্ভুক্তি;

৪. ডিজিটাল অর্থনীতি (সাইবার, প্রযুক্তি ও মিডিয়া সম্পৃক্ততা);

৫. অবকাঠামো ও সংযোগ;

৬. সামুদ্রিক ও নীল অর্থনীতি;

যেসব দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন—

বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চল ও দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন এ ফেলোশিপে। দেশগুলো হলো—ফিজি, পাপুয়া নিউগিনি, সামোয়া, টোঙ্গা, ভানুয়াতু, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইনস, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, ইরাক, জর্ডান, প্যালেস্টাইন, ঘানা, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, মিসরসহ আরও অনেক দেশ।

আরও পড়ুন: ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, নেই বয়সের বাধা

আবেদনের যোগ্যতা

*বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে;

*আবেদনকারীদের অবশ্যই তাদের নিজ দেশের নাগরিক হতে হবে (অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা নয়);

*সেনাবাহিনীতে কর্মরত সদস্যরা আবেদন করতে পারবেন না;

*শারীরিকভাবে সক্ষম হতে হবে;

*ইংরেজিতে দক্ষতা থাকতে হবে;

*নির্বাচিতদের একা ভ্রমণ করতে সক্ষম হতে হবে (পরিবারসহ নয়);

*ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের ভিসা শর্ত পূরণ করতে হবে;

আরও পড়ুন: বিনা মূল্যে আমেরিকায় এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ, আবাসনসহ দেবে যেসব সুবিধা

আবেদনপদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ জানুয়ারি ২০২৬।

খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে গুরুত্বপূর্ণ ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতা ও নেতাকর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫