বিশ্ববিদ্যালয়ের গোপন নথি ফেসবুকে শেয়ার, ভিসির পিএস অপসারিত

৩০ অক্টোবর ২০২৫, ১০:৪৫ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের দপ্তরের গোপন নথি ফাঁসের অভিযোগে উপাচার্যের একান্ত সচিব (পিএস) মোহাম্মদ মিজানুর রহমানকে অপসারণ করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের পাওয়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

গত সোমবার (২৭ অক্টোবর) মধ্যরাতে মিজানুর রহমানের ফেসবুক আইডিতে প্রায় ৫০টি গোপন নথি শেয়ার করা হয়। তবে কিছুক্ষণের মধ্যে সেগুলো মুছে ফেলা হলেও বিষয়টির স্ক্রিনশট মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। নথিগুলোর মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের চাকরিচ্যুত করা, ব্যক্তিগত ফাইল ও শাস্তির নথি, তদন্ত প্রতিবেদন ও অডিট আপত্তির নথি, শিক্ষার্থীদের মামলার নথি ও কর্মকর্তাদের চাকরির আবেদনপত্রের ব্যক্তিগত ছবি রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ক্যাম্পাসে সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ মিজানুর রহমানকে উপাচার্যের কার্যালয় থেকে সরিয়ে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। একই নোটিশে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের উপ-পরিচালক ড. এ এফ এম বোরহান উদ্দিনকে উপাচার্যের নতুন পিএস হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

 

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫