বিইউ রেডিওর আয়োজনে ‘মাইন্ড স্পার্ক সিজন ১’ অনুষ্ঠিত
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিইউ রেডিও আয়োজিত ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘মাইন্ড স্পার্ক সিজন ১’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এর আগে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি রাউন্ড থেকে বাছাই করা ২০ জন প্রতিযোগী ফাইনালে অংশ নেন। ধাপে ধাপে বাজার রাউন্ড ও কুইজ রাউন্ড অতিক্রম করে শেষ পর্যন্ত নির্বাচিত হন শীর্ষ তিন বিজয়ী।
বিজয়ীরা হচ্ছেন: ১ম স্থান - আরেফুল আরেফিন (আইন বিভাগ), ২য় স্থান - নম্রতা চক্রবর্তী (পরিসংখ্যান বিভাগ) ও ৩য় স্থান - মাহাথির মো. অভি (আইন বিভাগ)।
পুরস্কার হিসেবে শীর্ষ তিনজন ওরাইমো ও মধুপোক বনফুলের পক্ষ থেকে বিশেষ গিফট হ্যাম্পার পান। এছাড়া ৪-১০ স্থান অর্জনকারীরা পান ওরাইমোর পক্ষ থেকে গিফট হ্যাম্পার, ১১-২০ স্থান অর্জনকারীরা পান ইস্পাহানী টির পক্ষ থেকে গিফট হ্যাম্পার। সব অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয় এবং বিশেষভাবে সকল নারী প্রতিযোগীকে ফ্রেশ অনন্যার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিইউ রেডিওর উপদেষ্টারা উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন। পাশাপাশি ব্র্যান্ড পার্টনারদের প্রতিনিধিরাও উপস্থিত থেকে আয়োজনকে সমর্থন ও প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি ক্যাম্পাস।
আয়োজকরা জানিয়েছেন, ‘মাইন্ড স্পার্ক সিজন ১’ শিক্ষার্থীদের জ্ঞান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশে নতুন মাত্রা যোগ করেছে। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।