বেরোবিতে ছাত্রীদের জন্য আধুনিক কমন রুম উদ্বোধন

১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ PM
কমন রুম উদ্বোধন করছেন উপাচার্য ড. মো. শওকত আলী

কমন রুম উদ্বোধন করছেন উপাচার্য ড. মো. শওকত আলী © টিডিসি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রীদের জন্য একটি আধুনিক কমন রুম উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকত আলী বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ কমন রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ নবনির্মিত কমন রুমে ছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য পর্যাপ্ত চেয়ার-টেবিলের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া নামাজের জন্য আলাদা স্থান, বিশ্রামের সুবিধা ও একাধিক ওয়াশরুমের ব্যবস্থা রাখা হয়েছে। এই সুবিধাগুলো শিক্ষার্থীদের অবসর সময়ে পড়াশোনা, নামাজ ও বিশ্রামের জন্য উপযুক্ত পরিবেশ প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.হারুন অর রশিদ, প্রক্টরসহ, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত একজন নারী শিক্ষার্থী,তার বক্তব্যে বলেন, ‘এই কমন রুম আমাদের জন্য একটি দারুণ সুযোগ। এখানে আমরা শুধু পড়াশোনাই নয়, নামাজ ও বিশ্রামের জন্যও একটি আরামদায়ক পরিবেশ পাব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ।’

অনুষ্ঠানে উপাচার্য ড. মো. শওকত আলী বলেন, ‘এই নবনির্মিত কমন রুম ছাত্রীদের জন্য একটি আরামদায়ক ও কার্যকর পরিবেশ প্রদান করবে। এখানে ছাত্রীরা তাদের অবসর সময়ে বিশ্রাম নিতে পারবেন। আমরা নারী শিক্ষার্থীদের জন্য আলাদা মসজিদ নির্মাণের পরিকল্পনা করছি, তবে আপাতত এই কমন রুমে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া যখন কোনো শিক্ষার্থীর সকালে একটি ক্লাস এবং বিকেলে আরেকটি ক্লাস থাকে, তখন তারা এই কমন রুমে এসে বিশ্রাম নিতে পারবেন। আমরা নিশ্চিত করেছি যে এই স্থানটি ছাত্রীদের চাহিদা পূরণে সহায়ক হবে।’

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন : মাসুদ সাঈদী
  • ৩১ ডিসেম্বর ২০২৫