কবি নজরুল কলেজের ছাত্রাবাসে কক্ষের জানালা ভেঙে চুরি

৩০ জুলাই ২০২৫, ০৪:০৩ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
কক্ষের জানালা ভেঙে লুটপাটের ঘটনা

কক্ষের জানালা ভেঙে লুটপাটের ঘটনা © টিডিসি ফটো

কবি নজরুল সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাস শহীদ শামসুল আলম ছাত্রাবাসের একটি কক্ষের জানালা ভেঙে লুটপাটের ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মী না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যার দিকে কলেজের একমাত্র শহীদ শামসুল আলম ছাত্রাবাসের ৩০৬ নম্বর কক্ষের জানালা ভেঙে শিক্ষার্থীদের ল্যাপটপ ইলেকট্রনিক ডিভাইসসহ কক্ষে থাকা জামা-কাপড় চুরি হয়।

ছাত্রাবাসের ৩০৬ নম্বর কক্ষের ইসলামের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সম্রাট জানান, গতকাল আমি কাজে বাইরে ছিলাম, ফিরতে রাত হয়ে যায়। আমার রুমমেট ও পাশের রুমের যারা তারাও তখন ক্যাম্পাসে ছিলেন। এ সুযোগেই আমাদের কক্ষের জানালা ভেঙে ল্যাপটপ, ইলেকট্রনিক ডিভাইসসহ কিছু জামাকাপড় চুরি করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আমাদের হলে প্রায়ই বহিরাগতদের প্রবেশ করতে দেখা যায়। এছাড়া হলে কোনো নিরাপত্তাকর্মী নেই। যদি  নিরাপত্তাকর্মী থাকতো, তাহলে হয়ত এমন ঘটনা ঘটতো না।

ছাত্রাবাসের রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী আল মামুন জানান, গতকাল বাহির থেকে এসে দেখি পাশের রুমের জানলা ভেঙে লুটপাট করে নিয়ে গেছে। আমাদের হল ঐতিহ্যবাহী ভবন হওয়ায় অনেক দর্শনার্থী ও এলাকার অনেক বহিরাগত প্রবেশ করে।

তিনি আরও জানান, আমাদের হল এমন ঐতিহ্যবাহী ভবন হলেও এর মূল ফটক বা অভ্যন্তরের কোথাও কোনো সিসি ক্যামেরা নেই। সিসি ক্যামেরা থাকলে দোষীদের চিহ্নিত করা যেতো।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানকে এ ঘটনা জানালে তিনি বলেন, এ বিষয়ে এখনো আমাকে কেউ জানায়নি।

ছাত্রাবাসে কেন নিরাপত্তাকর্মী নেই জানতে চাইলে তিনি বলেন, আগে একজন নিরাপত্তাকর্মী ছিল, এখন তিনি নেই। ছাত্রাবাসের জন্য আলাদা কোনো বাজেট বা চাঁদা নেই। এসব ছাত্রাবাসের বাজেট দিয়ে করতে হয়। কলেজের বাজেট দিয়ে এইগুলো সম্পূর্ণ করা যায় না। তবে দেখি একজন নিরাপত্তাকর্মী ব্যবস্থা করে দেওয়া যায় কি না। সিসি ক্যামেরার কথা বললে তিনি বলেন, একটি সিসি ক্যামেরা দিয়ে তো আর পুরো ভবন হয় না, অনেকগুলো সিসি ক্যামেরা প্রয়োজন পড়ে।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫