ডিআইইউতে ‘জাপানি ভাষা শেখা ও ক্যারিয়ার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৩ নভেম্বর ২০২৫, ১০:৩০ PM
বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সেমিনারটি অনুষ্ঠিত হয়

বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সেমিনারটি অনুষ্ঠিত হয় © সংগৃহীত

বিদেশি ভাষা শেখা আজকের বিশ্বে শুধু শিক্ষার অংশ নয়, বরং আন্তর্জাতিক কর্মসংস্থান ও ক্যারিয়ারের নতুন সুযোগ সৃষ্টির একটি শক্তিশালী মাধ্যম। ভাষার দক্ষতা মানে কেবল যোগাযোগের সক্ষমতা নয়, বরং বৈশ্বিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করার এক গুরুত্বপূর্ণ উপায়। এই লক্ষ্যকে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘জাপানি ভাষা শেখা ও ক্যারিয়ার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার। এতে শিক্ষার্থীরা জাপানি ভাষার বিভিন্ন লেভেল, আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ এবং জাপানে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (এসটিসি) সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর গণেশ চন্দ্র সাহা বলেন, জাপানে চাকরি পাওয়ার জন্য জাপানি ভাষা জানা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষাটির বিভিন্ন লেভেল রয়েছে, এবং যত ভালোভাবে শেখা যায়, তত বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। জাপান বর্তমানে বিদেশিদের জন্য নানা সুযোগ তৈরি করছে। যারা সেখানে পাঁচ থেকে সাত বছর অবস্থান করেন, তাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগও থাকতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, ডিআইইউ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টে বিশেষ গুরুত্ব দেয়। জাপানি ভাষা শেখার এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্ট মোঃ শফিকুর রহমান বলেন, “জাপানে কাজ করতে হলে জাপানি ভাষার বেসিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এজন্য শিক্ষার্থীদের অন্তত N5 লেভেল পর্যন্ত শেখার চেষ্টা করা উচিত। জাপানি ভাষার মোট পাঁচটি লেভেল রয়েছে, যার প্রথমটি হলো N5। এই স্তর সাধারণত পাঁচ থেকে ছয় মাসে শেষ করা যায়, এবং উত্তীর্ণ শিক্ষার্থীরা জাপানে প্রাথমিক কাজের সুযোগ পেতে পারেন। আগে JLPT পরীক্ষা বাংলাদেশে অনুষ্ঠিত না হলেও এখন এখানেই দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য বড় সুবিধা।”

মাল্টিন্যাশনাল কোম্পানির কনসালটেন্ট মোহাম্মদ ইকবাল হোসেন তাপস, তার ৩৭ বছরের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, জাপানে কর্মসংস্থান নিশ্চিত করতে ভাষা জানা অত্যন্ত জরুরি। কম্পিউটারের ভাষা হয়তো বিশ্বজুড়ে একই, কিন্তু মানুষের সঙ্গে যোগাযোগের জন্য স্থানীয় ভাষা জানা অপরিহার্য। শিক্ষার্থীদের উচিত N5 স্তর পেরিয়ে N4 ও N3 পর্যন্ত শেখার চেষ্টা করা—এতে চাকরির সুযোগ আরও বৃদ্ধি পায়। পাশাপাশি জাপানি সংস্কৃতি শেখাও জরুরি, কারণ জাপান বিশ্বের সবচেয়ে ভদ্র জাতি হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, আজকের এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জাপানি ভাষা শেখার পাশাপাশি আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানতে পারছে। ভাষা শেখার মাধ্যমে N5 থেকে N1 পর্যন্ত দক্ষতা অর্জন করা গেলে শিক্ষার্থীরা জাপানের বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ পাবে। সিনিয়র সিটিজেনদের সঙ্গে কাজ করা থেকে শুরু করে প্রযুক্তি ও পেশাগত খাত—সব ক্ষেত্রেই জাপানি ভাষার চাহিদা বাড়ছে।

সমাপনী বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম  বলেন, জীবনের পথ সহজ নয়; নিজেকে প্রতিষ্ঠিত করা আরও কঠিন। জীবন ও ক্যারিয়ারের চ্যালেঞ্জগুলো বুঝে তা মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে। আজকের অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শেয়ার করেছেন, যা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

উক্ত সেমিনারটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেল। শিক্ষার্থীরা জানান, এ ধরনের ক্যারিয়ারভিত্তিক সেমিনার তাদের জন্য নতুন দিগন্ত খুলে দেয়। তারা বিশ্বাস করেন, জাপানি ভাষা ও সংস্কৃতি শেখার মাধ্যমে তারা কেবল আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ পাবেন না, বরং নিজেদের ব্যক্তিগত দক্ষতা ও সামাজিক সচেতনতাও বৃদ্ধি করতে পারবেন। এই উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫